Logo

গাজীপুরে শান্তিপূর্ণভাবে চলছে পোশাক কারখানা

profile picture
জনবাণী ডেস্ক
৫ অক্টোবর, ২০২৪, ২১:৫৬
57Shares
গাজীপুরে শান্তিপূর্ণভাবে চলছে পোশাক কারখানা
ছবি: সংগৃহীত

আইন শৃঙ্খলা রক্ষায় শিল্প এলাকায় কাজ করছে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিজ্ঞাপন

গাজীপুরে শান্তিপূর্ণ পরিবেশে  চলছে তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম। 

শনিবার (৫ অক্টোবর) সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় দলে দলে শ্রমিকরা কাজে যোগদান করেছেন। কারখানা নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গতকাল ছুটির দিনেও ৩০ ভাগ কারখানা খোলা রেখেছেন মালিকরা।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, শিল্প অধ্যূষিত গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় কারখানা গুলোতে চলছে উৎপাদন কার্যক্রম। সকাল ৮টার আগেই নারী-পুরুষ শ্রমিকরা দলে দলে তাদের কাজে যোগ দিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষায় শিল্প এলাকায় কাজ করছে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিজ্ঞাপন

এছাড়া কারখানার নিজস্ব নিরাপত্তা কর্মীরা মূল ফটকে অবস্থান নিয়ে কাজ করছেন। শ্রমিকরা তাদের নিজেদের আইডি কার্ড প্রদর্শন করে কারখানায় প্রবেশ করছেন। এখনো কোন অপ্রীতিকর ঘটনা বা শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বকেয়া বেতন পরিশোধ, বেতন ভাতা বৃদ্ধিসহ নানা দাবিতে বেশ কিছুদিন ধরে শ্রমিক আন্দোলনের কারণে বিভিন্ন কারখানায় উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে। এ কারণে ক্ষতি পুষিয়ে নিতে ছুটির দিলেও কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেয় মালিকরা।

বিজ্ঞাপন

গাজীপুর শিল্প পুলিশ-২ এর সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন গণমাধ্যমকে বলেন, শ্রমিকদের লাগাতার আন্দোলন, ভাঙচুর, অগ্নিসংযোগ, মহাসড়ক অবরোধের মতো নানা কর্মসূচির কারণে পোশাক শিল্প বড় ক্ষতির মুখোমুখি হয়েছে। বর্তমানে পোশাক শিল্পে স্বাভাবিকতা ফিরে আসছে। গতকাল ৩০ শতাংশ কারখানা খোলা ছিল।

বিজ্ঞাপন

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান গণমাধ্যমকে বলেন, “গাজীপুরে ২ হাজারের বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানার মধ্যে শনিবার ৮টি কারখানা বিভিন্ন কারণে বন্ধ রেখেছেন মালিক পক্ষ। তবে অন্য সব কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করছেন শ্রমিকরা। কোনো অপ্রীতিকর ঘটনা বা শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD