Logo

আজ বিশ্ব পুরুষ দিবস

profile picture
জনবাণী ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৪, ২২:৪৯
34Shares
আজ বিশ্ব পুরুষ দিবস
ছবি: সংগৃহীত

পুরুষের প্রতি বৈষম্য বিলোপ ও স্বাস্থ্যগত বিভিন্ন সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে প্রতি বছরের ন্যায় এবারও পালন করা হচ্ছে আন্তর্জাতিক পুরুষ দিবস।

বিজ্ঞাপন

১৯ নভেম্বর, আন্তর্জাতিক পুরুষ দিবস। পুরুষের প্রতি বৈষম্য বিলোপ ও স্বাস্থ্যগত বিভিন্ন সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে প্রতি বছরের ন্যায় এবারও পালন করা হচ্ছে আন্তর্জাতিক পুরুষ দিবস।

বিজ্ঞাপন

চলতি বছর আন্তর্জাতিক পুরুষ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘পুরুষ ও ছেলেদের স্বাতন্ত্র্য’। ২০১৮ সালে 

এই দিবসটির প্রতিপাদ্য ছিল ‘আদর্শ পুরুষ চরিত্র’। সমাজ এবং পরিবারে পুরুষের অবদানকে উদযাপনের জন্য পুরুষ দিবসের সূচনা হয়।

বিজ্ঞাপন

পুরুষ দিবস পালন কারার জন্য প্রথমে ২৩ ফেব্রুয়ারি দিনটি  নির্ধারণ কার হয়েছিল। কিন্তু আগে থেকেিই ২৩ ফেব্রুয়ারি দিনটি ‘রেড আর্মি ও নেভি ডে’র জন্য নির্ধারণ করে ফেলেছিল রাশিয়া।

বিজ্ঞাপন

তারপর থেকে ১৯ নভেম্বর পুরুষ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম বিশ্বযুদ্ধে নিহত সেনা সদস্যদের শ্রদ্ধা জানাতে এবং পুরুষ জাতিকে উদ্বুদ্ধ করতে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে ‘রেড আর্মি অ্যান্ড নেভি ডে’ পালন করা হতো। সমাজে পুরুষ জাতির  বীরত্ব ও আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়েই মূলত এই দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়। ১৯৯৯ সালে ত্রিনিদাদ ও টোবাগোতে এই বিশেষ দিবসটি উদযাপন শুরু হয়।

বিজ্ঞাপন

দিবসটির লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে বেশ কিছু বিষয়ের ওপর জোর দেওয়া হয়। বালক, কিশোর ও পুরুষদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নারী-পুরুষের মধ্যে সম্পর্ক উন্নয়ন বিষয়ক প্রচারণা, নারী-পুরুষ সমতার প্রচার, পুরুষদের মধ্যে ইতিবাচক আদর্শ চরিত্রের গুরুত্ব তুলে ধরা, পুরুষ ও বালকদের নিয়ে গড়ে ওঠা বিভিন্ন সংস্কার ও কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা, পুরুষ ও বালকদের অর্জন ও অবদানকে উদযাপন করা। সমাজ, পরিবার, বিবাহ ও শিশু যত্নের ক্ষেত্রে পুরুষদের অবদানকে তুলে ধরাও এই দিবসের আরেকটি লক্ষ্য।

বিজ্ঞাপন

বিশ্বজুড়ে নানানভাবে পুরুষ দিবস পালনের রীতি রয়েছে। প্রতি বছর ১৯ নভেম্বর বিশ্বের ৭০টিরও অধিক দেশে এ দিবসটি উদযাপন করা হয়। এই দেশগুলোর মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, কানাডা, ভারত, পাকিস্তান, ক্রোয়েশিয়া, জ্যামাইকা, কিউবা, স্কটল্যান্ড, সিঙ্গাপুর, মাল্টা, কানাডা, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রিয়া, ইউক্রেন ইত্যাদি। নারী-পুরুষ আমাদের এই সমাজের দুটি স্তম্ভ, যার ওপর ভিত্তি করেই দাঁড়িয়ে থাকে একটা সুস্থ-স্বাভাবিক সমাজ। 

বিজ্ঞাপন

এসডি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD