কলেজে কলেজে হামলা ও সংঘর্ষ
হামলা-সহিংসতায় কারও ইন্ধন থাকলে কঠোর হাতে দমন: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৪
শিক্ষার্থীদের হামলা-সংঘর্ষের পেছনে কারও ইন্ধন থাকলে তা কঠোর হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে গণমাধ্যমকে শফিকুল আলম এসম কথা বলেন।
আরও পড়ুন: রাজধানীর মোল্লা কলেজে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীদের দখলে সড়ক
এসময় তিনি বলেন, রাজধানীতে শিক্ষার্থীদের কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের সংঘাতের পেছনে কোনো ইন্ধন থাকলে কঠোর হাতে দমন করা হবে।
তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে যেসব সংঘাত-সংঘর্ষ হয়েছে, সরকার তার প্রতি নজর রাখছে। আমরা ছাত্র-ছাত্রীদের কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানাই। এ ধরনের সংঘাতের পেছনে কোনো ইন্ধন আছে কি না তা আমরা খতিয়ে দেখছি। শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের অন্য যেকোনো অঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা কঠোর হাতে দমন করা হবে।
আরও পড়ুন: আবারও আগারগাঁওয়ে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ
উল্লেখ্য, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত যাত্রাবাড়ী এলাকায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে, রবিবার রাতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যেও সংঘর্ষের ঘটনা ঘটে। আর রবিবার দিনের বেলা হামলা হয় রাজধানীর সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজে।
আরএক্স/