বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গুলিবিদ্ধ মাহাবুব সহায়তা চায়


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৪


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গুলিবিদ্ধ মাহাবুব সহায়তা চায়
ছবি: প্রতিনিধি

মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত গুলিবিদ্ধ মাহাবুব টাকার অভাবে চোখের ড্রপ কিনতে পারছেন না। মাহবুব মাগুরা সদরের উত্তর বীর পুর গ্রামের রফিকুলের ছেলে। এমনই অভিযোগ করেছেন গণমাধ্যমের কাছে।  ড্রপ দুটির মূল্য আনুমানিক পাঁচশত টাকা।


সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসহ যাবতীয় চিকিৎসা ব্যয় বহনের নির্দেশনা থাকলেও এর সুফল থেকে বঞ্চিত হয়েছে মাহবুব। গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মাহাবুব । এ সময় ভায়নামোড়ে অন্যান্য ছাত্রছাত্রীদের সাথে অবস্থান কালে মাগুরা ডিসি কোর্ট মার্কেটের দিক থেকে আসা গুলিতে তার চোখ এবং বুকে আঘাত লাগে। চোখ এবং শরীরের ক্ষত কিছুটা ভালো হলেও নিয়মিত ওষুধ সেবন করতে হচ্ছে তাকে।


আরও পড়ুন: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


খোঁজ নিয়ে জানা গেছে, আন্দোলনে আহত মাহাবুব সরকারি হাসপাতালে আলাদা স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট বা মাগুরা জেলায় কোন সহায়তা পাননি।দারিদ্রতার কারণে শরীরের চিকিৎসা চোখের ড্রপ ও অন্যান্য ঔষধ কেনার টাকা নেই মাহবুবের পরিবারের কাছে।দরিদ্র এই পরিবারটি টাকার জন্য ঘুরছেন দ্বারে দ্বারে।


মঙ্গলবার ২৬ নভেম্বর সকালে আহত মাহাবুব বলেন,জেলা বিএনপির সাবেক সভাপতি আলী আহমদ ব্যক্তিগতভাবে চিকিৎসা জনিত বিষয় অল্প কিছু টাকা দিলেও দলীয় বা সরকারি ভাবে অর্থনৈতিক সহযোগিতা থেকে বঞ্চিত রয়েছে তার পরিবার। তবে তাকে বাদী করে স্বৈরাচারী আওয়ামীলীগ দোসরদের বিরুদ্ধে দেয়া হয়েছে মামলা। ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাগুরায় ১০ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।তেমনি ভাবে আহতদের সংখ্যাও শতাধিক। আহতরা যেহেতু বিভিন্ন ধরনের ইনজুরিতে ভুগছেন এবং তাদের অনেকেরই অস্ত্রোপচার হয়েছে,তাই তাদের অস্ত্রোপচার পরবর্তী সংক্রমণের প্রবল ঝুঁকি রয়েছে।


আরও পড়ুন: বাগেরহাটে থেমে থেমে বৃষ্টি, দমকা হওয়া, মোংলা বন্দরে অ্যালার্ট জারি


মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা সুনিশ্চিত করার লক্ষ্যে কার্যকরী কোন পদক্ষেপ মেলেনি।


আরএক্স/