ভোটার তালিকা হালনাগাদের পরই নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৪
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। সেজন্যই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রাঙ্গামাটিতে এক শিক্ষা সেমিনারে এ বিষয়ে আলোচনা করেন তিনি।
আরও পড়ুন: ২৫ শহীদ পরিবারকে ৮ লাখ টাকা করে অনুদান প্রদান
ধর্ম উপদেষ্টা বলেন, এদেশের সাধারণ জনগণ দীর্ঘদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যার ভোট, সে যাতে দিতে পারে সেই পরিবেশ তৈরি করা হচ্ছে।
বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ গড়তে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিবন্ধীদের প্রতি আমাদের সবার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। তারা সমাজের বোঝা নয়। তাদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ আরও সামনে এগিয়ে যাবে। এ জাতীয় শিক্ষা তাদের স্বনির্ভর হতে বিশেষভাবে সহায়তা করবে। তারা সমাজে সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারবে।
আরও পড়ুন: চিন্ময় দাসকে গ্রেফতার প্রসঙ্গে যা জানালেন আসিফ মাহমুদ
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, মাও. সালাউদ্দিন নানুপুরি, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান, মাও. জসিম উদ্দিন, মাও. হেলাল উদ্দিনসহ অনেকে।
এমএল/