সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল রিমান্ডে


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৫৪ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৪


সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল রিমান্ডে
ফাইল ছবি।

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ হত্যার ঘটনায় রাজধানীর লালবাগ থানার পৃথক মামলায় সাবেক সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক এমপি সোলাইমান সেলিমের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 


বুধবার (২৭ নভেম্বর) তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। 


আরও পড়ুন: আইনজীবী সাইফুলের হত্যাকারীদের শাস্তি চান শায়খ আহমাদুল্লাহ


এর মধ্যে রাজধানীর যাত্রাবাড়ীতে জান্নাতুল ফেরদৌস হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। লালবাগের আজিমপুর এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের তিন দিন এবং হাজি সেলিমের ছেলে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইন সেলিমের চার দিন রিমান্ড দেওয়া হয়েছে। চকবাজারের চানখারপুল এলাকায় রাকিব হাওলাদারকে গুলি করে হত্যার মামলায় সোলাইমান সেলিমের আরো তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।


এদিন, আদালতে আনিসুল হকের সাত দিন, কামরুল ইসলামের ১০ দিন, সোলাইমান সেলিমের দুই মামলায় ১০ দিন করে ২০ দিন এবং আ স ম ফিরোজের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।


আরও পড়ুন: ইসকন আন্দোলনে দেশি-বিদেশি ইন্ধন রয়েছে: জাহাঙ্গীর আলম চৌধুরী


রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।


আরএক্স/