জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ১২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৪
ঢাকার মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি টহল দল অভিযান পরিচালনা করেছে। যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী চুয়া সেলিমের ঘনিষ্ঠ সহযোগী মাহবুব এবং ইরফানসহ ১২ জনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আরও পড়ুন: কাজের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার
এতে বলা হয়, সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি টহল দল শুক্রবার (২৯ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক ব্যবসায়ী চুয়া সেলিমের ঘনিষ্ঠ সহযোগী মাহবুব এবং ইরফানসহ ১২ জনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে।
অভিযানে যৌথবাহিনী দুর্বৃত্তদের কাছে থেকে একটি রিভলভার, আট রাউন্ড অ্যামুনেশন, পাঁচটি চাপাতি এবং সাতটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্র ও অ্যামুনেশনসহ দুর্বৃত্তদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: সংখ্যালঘু ইস্যুতে ফিরতে চায় আওয়ামী লীগ: উমামা ফাতেমা
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এমএল/