Logo

বিপ্লবের মূলমন্ত্রই ছিল সংস্কার: ড. ইউনূস

profile picture
জনবাণী ডেস্ক
৩ ডিসেম্বর, ২০২৪, ০৯:০৬
39Shares
বিপ্লবের মূলমন্ত্রই ছিল সংস্কার: ড. ইউনূস
ছবি: সংগৃহীত

আমরা বাংলাদেশে আরও বেশি বেশি সুইডিশ বিনিয়োগকে স্বাগত জানাই

বিজ্ঞাপন

বাংলাদেশে আরও বেশি সুইডিশ বিনিয়োগের আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশে ব্যবসা সহজ করার জন্য গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম পরিচালনা করছে। আমরা বাংলাদেশে আরও বেশি বেশি সুইডিশ বিনিয়োগকে স্বাগত জানাই।

সোমবার (২ ডিসেম্বর) ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দুর্নীতি দমন করেছে, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগ সহজ করেছে এবং শ্রম আইনের বিষয়ে আইএলও কনভেনশন অনুমোদনের উদ্যোগ নিয়েছে।

এ সময় রাষ্ট্রদূত উইকস জানান, সুইডেনের সরকার ইউনূস-নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং পুলিশের সংস্কার, বিচারব্যবস্থা, নির্বাচন কমিশন ও প্রশাসন পুনর্গঠনের উদ্যোগকে সমর্থন করে। বৈঠককালে তারা জুলাই-আগস্ট বিপ্লব, সরকারের সংস্কার উদ্যোগ, বাংলাদেশের সুইডিশ বিনিয়োগ এবং গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচন আয়োজনের আগে সরকার সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে দৃঢ়প্রতিজ্ঞ। কারণ বিপ্লবের মূলমন্ত্রই ছিল ‘সংস্কার’।

বিজ্ঞাপন

এক বসায় দৃষ্টিপ্রতিবন্ধী ফিলিস্তিনি তরুণীর কোরআন খতম এক বসায় দৃষ্টিপ্রতিবন্ধী ফিলিস্তিনি তরুণীর কোরআন খতম প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের পরিস্থিতি স্থিতিশীল হয়েছে, তবে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। বিশেষ করে সমাজের বিভিন্ন গোষ্ঠীর উচ্চ প্রত্যাশা পূরণের ক্ষেত্রে। দাবি-দাওয়া মেটানো একটি বড় কাজ। আমরা চেষ্টা করছি, তবে খুব সতর্কও রয়েছি।

বিজ্ঞাপন

বৈঠকে আরও উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহীনা গাজী।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

বিপ্লবের মূলমন্ত্রই ছিল সংস্কার: ড. ইউনূস