Logo

মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ

profile picture
জনবাণী ডেস্ক
৬ ডিসেম্বর, ২০২৪, ০৬:০৫
30Shares
মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ
ছবি: সংগৃহীত

বিভিন্ন জাতীয় পত্রিকা ও চ্যানেলের মাল্টিমিডিয়া সাংবাদিকদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাল্টিমিডিয়া জার্নালিস্ট

বিজ্ঞাপন

‘যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ’এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন জাতীয় পত্রিকা ও চ্যানেলের মাল্টিমিডিয়া সাংবাদিকদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরাম’নামে একটি মাল্টিমিডিয়া সংগঠন। উক্ত সংগঠনে চ্যানেল এসের হেড অফ নিউজ মহমুদ হাসান, দৈনিক জনবাণী’র মাল্টিমিডিয়া ইনচার্জ হাফিজুর রহমান ও মিডিয়া ব্যাক্তিত্ব মনসুর মিয়াজিকে উপদেষ্টা করে ভোরের কাগজের মারুফকে সভাপতি এবং এস আর কে চ্যানেলের ফয়েজুল্লাহ্ ফয়সালকে সাধারণ সম্পাদক করে মোট ২১ সদস্যর একটি আংশিক কমিটি আগামী ৬ মাসের জন্য সকল সদস্যর মতামতের ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

উক্ত অনুমোদিত কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি ইত্তেফাকের জাকির হোসেন ও বাংলাদেশ প্রতিদিনের মেহেদী হাসান যুগ্ম সাধারণ সম্পাদক জি টিভির আরাফাত হোসেন, সকালের সময়ের আবিদ রহমান ও রাইসিং বিডির সুকান্ত বিশ্বাস সাংগঠনিক সম্পাদক ভোরের পাতার তৌফিক ইসলাম তুহাদ ও ঢাকা টাইমসের জহিরুল ইসলাম রাতুল,প্রচার সম্পাদক নয়া-দিগন্তের রুহুল আমিন, দপ্তর সম্পাদক সম্পাদক ডেসটিনির মাহবুবুর রহমান জিসান ও উপ দপ্তর সম্পাদক দেশের পাতার মুজাহিদুল ইসলাম, সাহিত্য বিষয়ক সম্পাদক আজকের দর্পনের আসাদুল্লাহ গালিব আল হাদি অর্থ বিষয়ক সম্পাদক ডেইলি ক্যাম্পাসের রাজ বিজ্ঞান ও প্রযুক্তি  বিষয়ক সম্পাদক নিউজ নাউ বাংলার মামুন হোসাইন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জণবানীর হাসিবুল ইসলাম স্বপ্ন, ক্রীড়া বিষয়ক সম্পাদক  ডেসটিনির সুলায়মান সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক ঢাকা এফ এমের মো: সাইমুম আনাম সাজিদ, সাংস্কৃতিক সম্পাদক স্বদেশ বাংলার গাজী মহিউদ্দিন ও সদস্য মো: ইসরাফিল শিকদার।

বিজ্ঞাপন

মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের নব নির্বাচিত  সদস্যরা বলেন, মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরাম হবে এক ও অভিন্ন একটি সাংবাদিক সংগঠন। এই সংগঠনের ব্যানারে আমরা আমাদের সাংবাদিক ভাইদের যেকোনো ন্যায্য দাবীর পক্ষে নিরলসভাবে কাজ করে যাবো। 

বিজ্ঞাপন

মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের প্রতিষ্ঠাতা ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক ফয়েজুল্লাহ্  ফয়সাল বলেন, ‘২৪’র গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা পেয়েছি নতুন একটি বিপ্লবী বাংলাদেশ। এই নতুন বিপ্লবী বাংলাদেশ অর্জনে সহায়ক ভুমিকা পালনকারী সকলের যে লক্ষ্য ও উদ্দেশ্য ছিল সেই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এবং মাল্টিমিডিয়া সাংবাদিকদের অধিকার আদায়ের স্বার্থে আমরা আমাদের সকল সদস্যকে সাথে নিয়ে কাধে কাধ মিলিয়ে নিরলসভাবে কাজ করে যাবো।ইনশাআল্লাহ।’ 

বিজ্ঞাপন

মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের নব নির্বাচিত সভাপতি সরকার মারুফ হোসেন বলেন, ‘আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে  ও  গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের দাবীতে সকল সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করে যাবো।আমরা আমাদের চলার পথকে সুদূর প্রসারিত করতে দেশবাসীর নিকট দোয়া চাই।’

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD