দুদকের নতুন চেয়ারম্যান আবদুল মোমেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৪

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আবদুল মোমেন। তিনি সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের জ্যেষ্ঠ সচিবের পদ থেকে পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে দুদকের নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে তাকে কমিশনার নিয়োগ দেওয়া হয়। আবদুল মোমেন আগামী পাঁচ বছর এ দায়িত্বে থাকবেন।
যুগ্ম সচিব থাকা অবস্থায় ২০১৩ সালে মোহাম্মদ আবদুল মোমেনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় হলে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

প্রশ্নফাঁস রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে: শিক্ষা উপদেষ্টা

স্বল্পমেয়াদি সংস্কারে সম্মত হলে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে: প্রধান উপদেষ্টা

কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

স্বল্পমেয়াদি সংস্কারে সম্মত হলে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে
