দুদক পরিচালক জুলফিকার আলী মারা গেছেন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


দুদক পরিচালক জুলফিকার আলী মারা গেছেন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মো. জুলফিকার আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

বুধবার (৬ এপ্রিল) দিবাগত রাত সোয়া ৩টার দিকে মহাখালীর ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরহুমের সহকর্মী ও দুদকের উপ পরিচালক মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, পরিচালক মো. জুলফিকার আলী গত ৫ জানুয়ারি বরিশালে দুদকের বিভাগীয় অফিসে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। পরে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীকালে ভারতের হায়দ্রাবাদে চিকিৎসা নিচ্ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ ক্রনিক লিভার ডিজিজ রোগে আক্রান্ত ছিলেন।

তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। জুলফিকারের ছোটবেলা কেটেছে ঢাকার মহাখালী এলাকায়। পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে।

১৯৯৫ সালে জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোতে যোগদান করেন। এরপর ২০০৭ সালে উপ পরিচালক এবং ২০১৯ সালে পরিচালক হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন। মৃত্যুকালে তিনি এক পুত্র ও এক কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

ওআ/