সারাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৪
(শনিবার) ১৪ ডিসেম্বর ২০২৪ শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলণ, কালো ব্যাজ ধারণ, কোরআন তেলোয়াত, পুষ্পস্তবক অর্পণ, এক মিনিটের নীরবতা পালন, শোক র্যালি, আলোচনা এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আমাদেও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
গাজীপুর: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বশেমুরকৃবি, গাজীপুর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি শোক র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরাও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এক আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরেন ভাইস-চ্যান্সেলর।
পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. অহিদুজ্জামান, ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মুর্শিদা খান ও রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা বক্তৃতা করেন।
ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা প্রশাসন, পৌরসভা, থানা, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ মোমবাতি প্রজনন করেন। উপজেলার ভালুকজান ব্রীজ পাড় বধ্যভূমি সৃতিশোধে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল, সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক পায়রা চৌধুরী, অফিসার ইনচার্জ (ওসি) রুকনুজ্জামান, পৌর প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ আহমেদ মাসুদ, জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার সাহাদাত আনার, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস, পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফর কবির সালেক, যুবদলের ইকবাল হোসেন, আ. লতিফ মন্ডল, পৌর কৃষকদল সদস্য সচিব ফখর উদ্দিন মাসুম, আশিকুর রহমান রুপক প্রমুখ।
গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরের ‘জয়বাংলা’ পুকুরপাড় সংলগ্ন বধ্যভূমিতে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান এবং জেলা পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মো. মিজানুর রহমান শহীদ স্মৃতিস্তম্ভের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল শহীদের প্রতি সশস্ত্র সালাম জানান। পরে মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা উদীচী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন স্মৃতিস্তম্ভের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর আমন্ত্রিত সকলে দাঁড়িয়ে এক মিনিটের নীরবতা পালন করেন এবং সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে সদর উপজেলা পরিষদের হল রুমে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধারা ৭১-এর ১৪ ডিসেম্বর সংঘটিত গণহত্যার স্মৃতিচারণ করে এ দিনের তাৎপর্য তুলে ধরেন। এসময় জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ শামসুল আরেফীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মহসিন উদ্দীন, র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) এস এম রেজাউল হক, জেলা নির্বাচন কর্মকর্তা মুহম্মদ ফয়জুল মোল্লা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গোপালগঞ্জ জেলা শাখার আহ্বায়ক রাফিক শরীফ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশীদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও ‘৭১ এর বধ্যভূমি শহীদ স্মৃতিস্তম্বে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করা হবে। এদিকে গোপালগঞ্জের মুকসুদপুর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস- ২০২৪ পালন করা হয়েছে।
উজিরপুর (বরিশাল) : বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. আলী সুজা’র সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কোরআন তেলোয়াত করেন মাওলানা মো. নুরুল হক আজাহারী, গীতা পাঠ করেন শিশির ব্রম্ম, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা এম জাকারিয়া, মো. আয়নাল হক, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সমীর চন্দ্র হালদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আকরাম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুর হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো.আমিরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাদিরা পারভীন,উজিরপুর প্রেস ক্লাবের সদস্য মো. আহাদ সুমনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিগণ। এসময় উপজেলা নির্বাহি কর্মকর্তা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশদ আলোচনা করেন।
খোকসা (কুষ্টিয়া): কুষ্টিয়ার খোকসায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল, সহকারী কমিশনার(ভূমি) রেশমা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম সহ বীর মুক্তিযোদ্ধাগণ।
সাটুরিয়া (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সাটুরিয়ায় দিবসটি উপলক্ষে সাটুরিয়া উপজেলা পরিষদের বাংলাদেশ চত্তরের অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পন করা হয়। প্রথমে সাটুরিয়া উপজেলা প্রশাসন, পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ডার, থানা পুলিশ, সাটুরিয়া প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাটুরিয়া উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহি অফিসার মো. ইকবাল হোসেন, সাটুরিয়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ খ ম নূরুল হক, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম, সাটুরিয়া স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুন উর রশিদসহ আরও অনেকেই। এতে বিভিন্ন মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তর প্রধান, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করে।
ঘোড়াঘাট (দিনাজপুর) : দিনাজপুরের ঘোড়াঘাটে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহি অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার ভূমি ও পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হক, সহকারি শিক্ষা অফিসার মো. আব্দুল ওয়াকিল, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা চৈতি রানী, মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র,মো.নাসিম মিয়া, শিক্ষার্থী মোছা. আয়েশা সিদ্দিকা, মৃত্তিকা মহন্তসহ অনেকে। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় অংশ নেয়া ৬ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়।
ইবি প্রতিনিধি : প্রতিবছরের ন্যায় এবারও ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলণ, শোক র্যালি, শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে প্রশাসন। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং কালো পতাকা উত্তোলণ করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। পতাকা উত্তোলণ শেষে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোক র্যালি বের করা হয়। পরে সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ। পরে একে একে শিক্ষক সমিতি, শাপলা ফোরাম, জিয়া পরিষদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অনুষদ, হল, সাংবাদিক সংগঠন, ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
নাগরপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহিদ বুদ্ধিজীবি বেতীতে পুস্পঅর্পণ ও শহিদদের জন্য দোয়া করা হয়। পরে শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার আরাফাত মোহাম্মদ নোমান এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার জিএম ফুয়াদ এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দীপ ভৌমিক, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আব্দুল মোমিন, বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা নীরেন্দ্র কুমার পৌদ্দার ও প্রধান শিক্ষকা হাফেজা মমতাজ প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।
বোদা (পঞ্চগড়): বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার শাহনিয়ার নজির এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দীন, বোদা পৌর বিএনপির আহবায়ক আব্দুস সামাদ তারা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুল্লাহ আসাদ, বোদা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ্য রুবেল ইসলাম প্রমুখ। দিবসটির তাৎপর্য তুলে ধরে অতিথিরা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শেষ দিকে যখন বুঝতে পারে তাদের পরাজয় নিশ্চিত, তখন বাঙালি জাতিকে মেধাশূন্য করার নীল নকশা তৈরি করে। এজন্য ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত আগ থেকে তালিকা করা এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে।
বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ প্রেস ক্লাব ও বড়াল প্রেস ক্লাব এর যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর বাংলাদেশ প্রেস ক্লাবের উপজেলা সাধারণ সম্পাদক সুরুজ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, সহ সভাপতি এস. এম আইনুল হক ও ওসমান গনি সোহাগ, সাংগঠনিক সম্পাদক সাহাবুল আলম, অর্থ সম্পাদক এস.এম শাহীন আলম, বড়াল প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম জাহাঙ্গীর প্রাং ও মঞ্জুরুল হক সুজন। এ সময় সাংবাদিক সৈকত আহমেদ, সোহেল রানা, সুমী পারভীন সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস্ মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
হোসেনপুর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী শহীদ বৃদ্ধিজীবীদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহি অফিসার কাজী নাহিদ ইভার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ- আল-সোহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মবিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার মো. রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মনিরুল হক রাজন, সাবেক পৌর মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমান, জেলা কৃষক দলের আহবায়ক এ্যাডভোকেট মো. মাজহারুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন, অধ্যাপক এবিএম ছিদ্দিক চঞ্চল, সাংবাদিক মো. জাকির হোসেন, উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি হাফেজ কারিমুল্লাহ, জামায়াত নেতা মাওলানা মুহতাসিন বিল্লাহ প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ বক্তব্য রাখেন।
তিতাস (কুমিল্লা) : কুমিল্লার তিতাসে শহীদ বুদ্ধিজীবী স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা করেন তিতাস উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধ ও তিতাস থানা পুলিশ প্রশাসন। গতকাল উপজেলা পরিষদ মাঠে স্থাপিত শহিদ মিনারে শহিদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহি কর্মকর্তা সুমাইয়া মমিন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মোসামৎ লায়লা পারভীন বানু, কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লা মোস্তাফিন, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার সারজিনা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা বেগম, বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন,হাজী মো. মহসীন আলী ভূইয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারি, মুক্তিযোদ্ধা গণ।
পবিপ্রবি (পটুয়াখালী) : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন এবং কালো পতাকা উত্তোলণ করা হয়। পতাকা উত্তোলণ শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একই স্থানে ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটো’র সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ। এসময় আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক মামুন অর রশিদ।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। জোহর নামাজ বাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এর উপস্থিতিতে বুদ্ধিজীবী দিবসে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ (সাতক্ষীরা) : সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় একে ফজলুল হক এমসিএ কলেজের উদ্যোগে হলরুমে শহীদ বুদ্ধিজীবী বুদ্ধিজীবীদের স্মরণে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রভাষক মুহিবুল্লাহ সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন একে ফজলুল হক এমসিএ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রভাষক গোলাম রসুল, বিশেষ অতিথিদের মধ্যে আলোচনা করেন মো. অজিহার রহমান, প্রভাষক হেলাল উদ্দিন, প্রভাষক মামুন বিল্লাহ, মোশাররফ হোসেন মানিক হোসেন, মমিনুর রহমান হাবিবুর রহমান প্রমুখ উক্ত দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন একে ফজলুল হক এমসিএ কলেজের ইসলাম শিক্ষা প্রভাষক মো. মামুন বিল্লাহ।
থানচি (বান্দরবান) : বান্দরবানের থানচিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ অবস্থিত উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারের উপজেলা প্রশাসন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলির নিবেদন করেন। এরপর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, বান্দরবান জেলা পরিষদের মৎস্য ও পর্যটন ব্যবস্থাপনা বিষয়ক সদস্য খামলাই ম্রো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মজুমদার, মেডিকেল অফিসার ডা. মেহেনাজ ফাতেমা তুলি, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হামিদ, থানচি সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুর মোহাম্মদ ও উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মিজান উদ্দিন প্রমুখ।
রায়পুর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহি অফিসারের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। তাদের হত্যার মাত্র দুই দিন পর, ১৬ ডিসেম্বর, পাকিস্তানি সেনাবাহিনী জেনারেল নিয়াজির নেতৃত্বে আত্মসমর্পণ করে। এর মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশ নামে একটি জাতির। উপজেলা নির্বাহি অফিসার ইমরান খানের সভাপতিত্বে এবং কামরুল হাসানের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম, মুক্তিযুদ্ধের ডেপুটি কমান্ডার খোরশেদ আলম দেওয়ান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তসলিম উদ্দিন পাটোয়ারী এবং বীর মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
গলাচিপা(পটুয়াখালী): পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসন কর্তক আয়োজিত উপজেলা সম্প্রসারণ ভবন হলরুমে সভায় শহীদ বুদ্ধিজীবীদের জীবন বিসর্জন ও দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। এসময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নাজিম রেজা। সভায় এসময় আরও উপস্থিতি থাকেন থানা অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা গণ অধিকার পরিষদের আহব্বায়ক মো. হাফিজুর রহমান খান, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ এবং গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ।
গাইবান্ধা : গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরের শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার, জেলা পরিষদ, গাইবান্ধা প্রেস ক্লাব, গাইবান্ধা সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।স্থানীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ শেষে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়াসহ বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা ও অন্যান্য নেতৃবৃন্দ। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার। এ অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়।
ভাঙ্গা (ফরিদপুর): ফরিদপুরের ভাঙ্গায় আলোচনা সভা, শহিদ মিনারে পুষ্পস্তাবক অর্পণ, জান্দিগ্রাম বদ্ধভুমি, চন্ডদাসদী গ্রামে ৭১ সালে হত্যাকাণ্ডের স্মরণে স্মৃতিস্তম্ভ পরিদর্শন, মাধবপুর জাতীয় কবরস্থান পরিদর্শন, দোয়া মোনাজাত সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধী সমাজ, সাংবাদিক সহ নানা শ্রেণীপেশার লোক অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না, বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন মোতালেব, গোলাম মোস্তফা, মো. জমির আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, নির্বাচন কর্মকর্তা হাচেন উদ্দিন প্রমুখ।
চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা সুষ্মিতা সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসমিন জাহান, চৌগাছা থানার ওসি (তদন্ত) কামাল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নুরুজ্জামান আল মামুন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ও শওকত আলী। উপস্থিত ছিলেন উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিথুনুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান, উপজেলা জামায়াতের বায়তুলমাল স¤পাদক মাষ্টার ইমদাদুল হক, চৌগাছা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার প্রমুখ।
কবিরহাট (নোয়াখালী) : নোয়াখালী কবিরহাট উপজেলায় দিবসটি উপলক্ষে সব শিক্ষা প্রতিষ্ঠানসহ কবির হাট পৌরসভাও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুম বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা সহকারী ভূমি নিগান সুলতানা, কবিরহাট থানার অফিসার ইনচার্জ শাহিন মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইয়াসিন, নোয়াখালী স্বেচ্ছাসেবক দলের অর্থ বিষয়ক সম্পাদক ও দিদারুল আলম (মিলন) মুক্তিযোদ্ধা, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ প্রমুখ।
সন্দ্বীপ (চট্টগ্রাম) : চট্টগ্রামের সন্দ্বীপে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করে সন্দ্বীপ উপজেলা প্রশাসন। সভায় উপজেলা নির্বাহি অফিসার রিগ্যান চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অংছিং মারমা, উপজেলা কৃষি অফিসার মারুফ হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার আবদুল আলীম, কৃষি ব্যাংক ব্যবস্হাপক আক্তারুজ্জামান সুজন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলাইমান বাদশা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবদুল মতিন, উপজেলা খাদ্য অফিসার মাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কমপক্ষে জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আবু ইউসুফ।
বাঁশখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ হল রুমে এ দিবস পালিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফরহাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী ডিগ্রি কলেজের অধ্যাপক শহীদ উদ্দিন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ। বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব জাহেদ হাসান তারেকের সঞ্চালনায় সভায় এসময় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ তৈয়ব, মোহাম্মদ মহিন উদ্দিন, মোহাম্মদ মারুফ প্রমূখ। প্রধান অতিথি অধ্যাপক শহীদ উদ্দিন বক্তব্য কালে বলেন পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পরাজয় নিশ্চিত জেনে বিজয়ের দুইদিন আগে ১৪ ই ডিসেম্বর আমাদের দেশের কবি, সাহিত্যিক, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেখক, চিত্রকার, উকিল,রাজনৈতিক নেতা সহ অসংখ্য মানুষকে হত্যা করে।
এই বাঙ্গালী জাতি বীরের জাতি তাদের দমিয়ে রাখা যায় না। তারা লড়াই করে বিজয় চিনিয়ে এনেছে। প্রধান বক্তার বক্তব্যে কামরুদ্দিন সবুজ বলেন পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে এদেশকে মেধা শূন্য করতে চেয়েছিল। বাঙালী জাতি জুলুম মেনে নেয়নি তারা প্রতিবাদ করেছে যুদ্ধ করেছে জীবন দিয়েছে বিজয় ছিনিয়ে এনেছে। সভায় সভাপতি ফরহাদুল ইসলাম বলেন ৭১ এ মহান মুক্তিযুদ্ধে বাঙালী জাতি যখন বিজয়ের দারপ্রান্তে তখনই এদেশে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের
এসডি/