মহান বিজয় দিবসে রূপালী ব্যাংকের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৪ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৪
মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক পিএলসি।
সোমবার (১৬ ডিসেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) পারসুমা আলম। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু করে ব্যাংকটি।
আরও পড়ুন: গাইবান্ধায় নারী উদ্যোক্তাদের ঋণ দিল এনআরবিসি ব্যাংক
এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর উপস্থিত ছিলেন। এতে মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মঈনুদ্দিন মাসুদ, সালামুন নেছা, আবু নাসের মো. মাসুদ ও মো. নোমান মিয়াসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও রূপালী ব্যাংক কর্মচারী সংঘের নেতৃত্বেও জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এমএল/