কমলনগরে মহান বিজয় দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৯:৩৫ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৪
লক্ষ্মীপুরের কমলনগরে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যারা দেশের জন্য যুদ্ধ করে জীবন দিয়েছে তাদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেছে কমলনগর উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন মীর ফাউন্ডেশনের।
সোমবার (১৬ ডিসেম্বর) বাদ আসর উপজেলার প্রাণকেন্দ্র হাজির হাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে উক্ত মিলাদ ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত মিলাদ ও দোয়ার মাহফিল পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন।
দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সদস্য সচিব নূরুল হুদা চৌধুরী, ৫ নং চরফল কন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম মুন্সী, হাজিরহাট উপকূল কলেজের অধ্যাপক আখতার হোসেন, মীর ফাউন্ডেশনের সদস্য শাহাদাত হোসেন, সাইফুল্লাহ মুনির, মোঃ শরীফুল ইসলাম,, মাহিদুল ইসলাম শামীম, মোঃ জায়েদ, মোঃ শামীম মাতাব্বর,ও হাজির হাট বাজার পরিচালনা কমিটি ও বণিক সমিতির সদস্যবৃন্দ সহ মসজিদে আগত মুসল্লিরা।
আরএক্স/