৩১ দফা বাস্তবায়ন করে ষড়যন্ত্রকারীদের জবাব দেওয়া হবে: তারেক রহমান
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পতিত স্বৈরাচাররা নিজের স্বার্থে দেশ ধ্বংস করে দিয়ে গেছে। দেশের অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা প্রতিষ্ঠানসহ সব শেষ করে দিয়েছে। আমরা তাদের জবাব দিতে চাই। কিন্তু তাদের করে যাওয়া কর্ম করে যদি জবাব দিতে চাই তাহলে আমাদের আর তাদের মধ্যে কোন পার্থক্য থাকবে না আমরা জবাব দিব আমাদের ৩১ দফা বাস্তবায়ন করে।
আরও পড়ুন: অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
তিনি বলেন, আমাদের জনগণের আস্থা বিশ্বাস ধরে রাখতে হবে। এটা আমাদের দায়িত্ব। আমরা কোন ব্যক্তির স্বার্থের জন্য দলের সুনাম ক্ষুন্ন হতে দেব না। এই সুযোগ আমরা দিতে পারি না, আমরা এটা প্রতিরোধ করবো। আপনারা ১৭ বছর নানা রকম অত্যাচার-নির্যাতন, হামলা-মামলা, জেল-জুলুমের শিকার হয়েছেন কিন্তু জনগণের অধিকার আদায়ের পিছপা হননি। আপনি সতেরো বছর সুযোগ পাননি কিন্তু আপনি সুযোগ পেলে কি করতে চান সেটা জনগণকে বলতে হবে। তার সমর্থন আপনাকে নিতে হবে।
বুধবার গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। এ কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। প্রধান আলোচক হিসেবে দীর্ঘ ৩১ দফার উপরে বিস্তারিত আলোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মাহাদী আমিন ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল করিম রনি।
আরও উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, সাবেক সংসদ সদস্য এ্যাড. নেওয়াজ হালিমা আরলী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাজহারুল আলম, শাম্মী আক্তারসহ গাজীপুর মহানগর বিএনপি এবং সব অঙ্গ সংগঠনের নেতারা।
তারেক রহমান আরো বলেন, এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি সবারই কমপক্ষে একটি মামলা আছে। জনগণের আস্থা বিশ্বাস নষ্ট হয় এমন কোন কাজ যেন আমরা না করি সে বিষয়ে আমরা সর্বোচ্চ সচেতন থাকবো। আমাদের ৩১ দফা গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় আমরা পৌঁছে দিব।
নেতাকর্মীদের প্রশ্ন উত্তর পর্বের তিনি বলেন, দেশের জন্য আমরা দল থেকে কী করব, দলীয়ভাবে কী পদক্ষেপ নিতে পারি- এসব আমাদের পরিকল্পনার মধ্যে আছে। এর বাইরেও পাঁচ বছরে অন্তত ৫ কোটি গাছের চারা লাগানোর পরিকল্পনা আছে। এর পাশাপাশি পরিবেশ রক্ষার জন্য আমাদের মানুষকেও সচেতন করতে হবে। যতগুলো পলিথিনের বিভিন্ন জিনিস রাস্তাঘাটে ফেলে রাখা হয়, এগুলো যাতে রাস্তায় না ফেলা হয় সেই বিষয়ে আমাদের মানুষকে সচেতন করতে হবে।
আরও পড়ুন: শহীদ বুদ্ধিজীবীরা দেশের শ্রেষ্ঠ সন্তান: তারেক রহমান
তিনি বলেন, আমাদের গাজীপুর মহানগরী, আশুলিয়া, সাভারসহ ইন্ডাস্ট্রি এরিয়াতে অনেক প্রিন্টিং কারখানা রয়েছে। বন্ধ হয়ে যাওয়া খাল এবং নদীগুলো পুনরায় খনন করতে হবে। বন্যা থেকে শুরু করে শুষ্ক মৌসুমে সব সময় পানির বিভিন্ন বিষয়গুলোর প্রতি নজর রেখে আরও বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের রয়েছে।
এমএল/