হাসিনার বিরুদ্ধে গুমের সংশ্লিষ্টতার তদন্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:০৭ পিএম, ১৯শে ডিসেম্বর ২০২৪


হাসিনার বিরুদ্ধে গুমের সংশ্লিষ্টতার তদন্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের
ফাইল ছবি।

জুলাই গণঅভ্যুত্থানের আন্দলনে পর দেশ ছাড়েন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এবার তার বিরুদ্ধে গুমের সংশ্লিষ্টতার তদন্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল।


সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশের গুম কমিশনের তদন্তের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। এতে শেখ হাসিনার সংশ্লিষ্টতার প্রমাণ মিলছে। এর আগে যুক্তরাষ্ট্র গুমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। এ ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কি না।


জবাবে প্যাটেল বলেন, গত দুই দশকে শত শত মানুষের গুমের খবরে আমরা উদ্বিগ্ন। জোরপূর্বক গুমের ঘটনা একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন। এতে ভুক্তভোগীরা অনির্দিষ্ট সময়ের জন্য ট্রমার ভেতর দিয়ে পার করেন। পরিবারগুলোকে ট্রমার ওপর দিয়ে যেতে হয়।


তিনি বলেন, আমরা অর্ন্তর্বতী সরকারের এই অপরাধের তদন্তের প্রচেষ্টাকে স্বাগত জানাই। এ ছাড়া আমরা ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায়বিচার প্রদানের জন্য ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়াকে উৎসাহিত করি।


আরএক্স/