জাহাজে ৭ খুনের ঘটনায় বাগেরহাট থেকে গ্রেপ্তার ১
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:৪০ পূর্বাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৪
চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকায় এম.ভি আল-বাখেরা নামের একটি জাহাজে সাত খুনের ঘটনায় সন্দেহভাজন আকাশ মন্ডল ইরফান নামে একজনকে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বুধবার (২৫ ডিসেম্বর) র্যাব-১১ এর মেজর সাকিব হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনায় লোহাগড়ার দুইজন এলাকায় শোকের ছায়া
প্রসঙ্গত, চাঁদপুরের হরিণা ফেরিঘাটের পশ্চিমে মেঘনা নদীর পাড়ে মাঝিরচর এলাকায় থেমে থাকা একটি জাহাজ থেকে সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে পাঁচজনের মরদেহ এবং তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে ২ জন মারা যান।
আরএক্স/