শ্রীপুরে দেশীয় জাতের সরিষা চাষে ঝুঁকছেন কৃষকরা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৪


শ্রীপুরে দেশীয় জাতের সরিষা চাষে ঝুঁকছেন কৃষকরা
ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে প্রতিবছরের ন্যায় এবছরও সরিষার বাম্পার ফলন হয়েছে। বিনা সাত, বারি  চৌদ্দ, ষোল সহ দেশীয় উন্নত জাতের সরিষা চাষে ঝুঁকছেন কৃষকরা। লাভও ভালো পাবার আশা করছে তারা। কৃষি বিভাগের কর্মকর্তাদের প্রত্যাশা, সরিষার ভালো ফলনে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমবে। 


আরও পড়ুন: শ্রীপুরে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার


শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামের কিছু এলাকার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন হলুদ রঙের ছড়াছড়ি।

এখানকার কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকা এবং রোগ বালাই কম হওয়ায় এবার সরিষার আবাদ ভালো হয়েছে। এ উপজেলায় এ বছর বিনা সাত, বারি চৌদ্দ, ষোলসহ উন্নত জাতের সরিষার আবাদ করেছে কৃষকরা।


উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামের কৃষক সালাম মিয়া জানান, এবারে তার ব্যাপক সরিষার ফলন হয়েছে ।আবহাওয়া ভালো থাকলে কোন প্রকার প্রাকৃতিক ক্ষয়ক্ষতি না হলে তার সরিষার উৎপাদন ভালো হবে বলে তিনি আশাবাদী। তিনি বিনা সাত জাতের সরিষার আবাদ করেছেন ।


এদিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের কৃষক জয়নাল আবদিন জানান, তিনি এ বছর প্রথম সাত, বারি চৌদ্দ ষোলসহ উন্নত জাতের সরিষা আবাদ করে লাভের মুখ দেখবেন বলে আশা করছেন।


উপজেলা খুঁজে খানি গ্রামের কৃষক জালাল বলছেন, দেশীয় উন্নত জাতের এ সব সরিষা প্রতি একরে পাওয়া যায় ২৫ থেকে ৩০ মন। আর প্রতি মন সরিষার বিক্রি হয় ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকায়। এবার ভালো ফলনে অধিক লাভের আশা করছে তিনি।


আরও পড়ুন: শ্রীপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১


শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমাইয়া আক্তার বন্যা বলেন, সরিষা চাষে কৃষকদের সব ধরনের সহায়তা করা হচ্ছে। বাজারে ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ায় অনেকে এখন রান্নায় সরিষার তেল ব্যবহার করছেন। এতে সয়াবিন তেলের আমদানি নির্ভরতা কমবে বলেও মনে করেন এই কৃষি কর্মকর্তা। 


এসডি/