পাঁচ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৪


পাঁচ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২০ বিলিয়নের ওপরে। আর ৫ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার। এছাড়াও ১০টি দুর্বল ব্যাংক এখন আবার ঘুরে দাঁড়াচ্ছে।


শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের ঘাটাইলের উপজেলা অডিটোরিয়ামে ইসলামী ব্যাংকের ঘাটাইল শাখা উদ্বোধনের পর গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান তিনি।


আরও পড়ুন: রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল অগ্রণী ব্যাংক


গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ইসলামী ব্যাংক এখন শীর্ষে অবস্থান করছে এবং আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠিত হতে চলেছে।


অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ম্যানেজিং ডাইরেক্টর মনিরুল মওলা। প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মুহাম্মদ আব্দুস সামাদ। 


আরও পড়ুন: রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক


অনুষ্ঠানে ব্যাংকারদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।


এমএল/