হ্যাপি নিউ ইয়ার মেসেজ : যেসব বার্তা পাঠাতে পারেন আপনার প্রিয়জনকে


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০১:৫৩ অপরাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২৪


হ্যাপি নিউ ইয়ার মেসেজ : যেসব বার্তা পাঠাতে পারেন আপনার প্রিয়জনকে
সংগৃহীত ছবি

বছরের প্রথম দিন এমন একটা সময়, যখন পেছনে ফিরে তাকানোর সময় থাকে না। তেমন ইচ্ছাও থাকে না কারও। কারণ পুরনো দিনের ব্যর্থতার বদলে নতুন দিনের আশার আলো দেখতে সবার ভালোলাগে। নতুন বছরের শুরুতেই প্রিয়জনের চমৎকার কোনো বার্তা পেলে মনটা নিমিষেই ভালো হয়ে যাবে। যারা আপনজন তবে তারা দূরে থাকেন, তাদের একটি  বার্তা পাঠিয়ে জানিয়ে দিন, নতুন বছরে তাদের প্রতি আপনার শুভকামনা। ক্ষুদে বার্তায় কী লিখতে পারেন তা জেনে নিন-


আরও পড়ুন: মাত্র ১ বছরে নিজের জীবন বদলে দেবেন যেভাবে


আপনার জিবনে কত সম্ভাবনা আর কত নতুন আশা নিয়ে আসছে ২০২৫। সেই সম্ভাবনা আর আশার হাত ধরেই শুরু হোক আমাদের আরও একটি নতুন বছরের যাত্রা। পাশে আছি, পাশে থাকবো সব সময়। হ্যাপি নিউ ইয়ার ২০২৫।


জিবন থেকে সময় কত দ্রুত গড়িয়ে যায়! পার করে এলাম আরো একটা বছর! পাওয়া বা হারানোর তালিকাও তো কম দীর্ঘ নয়। আমাদের জিবনে নতুন আরেকটি বছর পেলাম, এটাই বা কম কী! চলো আমরা সুন্দরের স্বপ্নে নতুন করে বাঁচি। হ্যাপি নিউ ইয়ার ২০২৫।


                          

জিবনে নতুন কিছু নিয়ে আসে নতুন বছর। পুরনো কষ্টগুলো ভুলে আরও একবার উঠে দাঁড়াও প্রিয় বন্ধু! আমি জানি, তুমি  পারবেই! জেনে রেখো, সুযোগ কিন্তু বারবার আসে না। নতুন বছরের শুরুর সময়টা নিজেকে বদলে নেওয়ার প্রতিজ্ঞা দিয়ে শুরু হোক। হ্যাপি নিউ ইয়ার ২০২৫।


নতুন বছরের সূর্য উঁকি দিচ্ছে পূর্ব আকাশে। বাতাসে বাতাসে ভেসে বেড়াচ্ছে অজানা কোনো এক আনন্দ। এতসব নতুনের ভিড়ে পুরনো বন্ধুর পক্ষ থেকে নিয়ো একরাশ ভালোবাসা। তমার নতুন বছরের প্রতিটি দিন হোক সফলতার। হ্যাপি নিউ ইয়ার ২০২৫।

 

আরও  পড়ুন: খাওয়ার পরে পেট ফুলা বা গ্যাস হয় কেন?


নতুন বছরের শুরুটা হোক আনন্দের সূচনা। বছরজুড়ে লেগে থাকুক  তুমার মুখে সোনার হাসি। সফলতা আসুক অথবা ব্যর্থতা, জেনে রেখো, জীবনের সবটুকুই দু’হাত ভরে নিতে হবে। তাই কখনো ভয় পেয়ো না, ব্যর্থতা থেকেই শুরু হয় সফলতা। হ্যাপি নিউ ইয়ার ২০২৫।


এসডি/