সংবিধানকে কবর দেওয়া হলে উপদেষ্টা পরিষদেরও তো কবর রচিত হবে: রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২৪
৩১ ডিসেম্বর সংবিধানকে কবর দেওয়া হলে সংবিধান মেনে শপথ নেওয়া উপদেষ্টা পরিষদেরও তো কবর রচিত হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
রবিবার (২৯ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি রাশেদ খানের
রাশেদ খান ফেসবুক পোস্টে লেখেন, ৩১ ডিসেম্বর সংবিধানকে কবর দেওয়া হলে সংবিধান মেনে শপথ নেওয়া উপদেষ্টা পরিষদেরও তো কবর রচিত হবে। এই উপদেষ্টা পরিষদের বৈধতা নিয়ে দেশ-বিদেশে প্রশ্ন উঠবে, কারণ তখন অধিকাংশ মানুষের মতামত থাকা স্বত্তেও ছাত্র বন্ধুরা বিপ্লবী সরকার গঠন করেনি।
হাসিনার এডিটেড সংবিধান মেনে শপথ নেওয়া ছাত্রদের দ্বারা নিয়োগকৃত উপদেষ্টা পরিষদ গত ৫ মাসে কার্যত কিছু করতে পারেনি। না পেরেছে বিচারের আগে আ.লীগের সাংগঠনিক কার্যক্রম ও নিবন্ধন স্থগিত করতে, না পেরেছে শেখ পরিবার ও আওয়ামী হাইকমান্ডের কাউকে ধরতে। না পেরেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে, না পেরে সড়কে শৃঙ্খলা ফেরাতে, দ্রব্যমূল্যের দাম কমিয়ে জনজীবনে স্বস্তি ফেরাতে।
আরও পড়ুন: নারায়ে তাকবির ও জিন্দাবাদ স্লোগান নিয়ে যা জানালেন মির্জা আব্বাস
এখন তো সংবিধান সংস্কারে কমিশন কাজ করছে, কিন্তু সংবিধান মেনে শপথ নেওয়া উপদেষ্টা পরিষদের সংস্কার কে করবে? আপনারা একজন মাজাভাঙা ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে দেশে শৃঙ্খলা ফেরাতে চান? ৩১ ডিসেম্বরে ছাত্র ও নাগরিক বন্ধুরা মিলে এই ব্যর্থ উপদেষ্টা পরিষদের পদত্যাগ নিশ্চিত করে জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় গণঅভ্যুত্থান অংশগ্রহণকারী সবার প্রতিনিধিত্বের উপদেষ্টা পরিষদ গঠনের ঘোষণা দিক। আশা করি এতে সমগ্র বাংলাদেশের সমর্থন পাবে। অন্যথায়, আষাঢ়ের তর্জন গর্জন সার।
এমএল/