Logo

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি রাশেদ খানের

profile picture
জনবাণী ডেস্ক
২৯ ডিসেম্বর, ২০২৪, ০৭:১৪
28Shares
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি রাশেদ খানের
ছবি: সংগৃহীত

তখন মাদরাসার ছাত্ররা যাত্রাবাড়িতে প্রতিরোধ গড়ে তুলেছিল

বিজ্ঞাপন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে কেউ স্পষ্ট বক্তব্য দিচ্ছে না। আমরা বলতে চাই গণহত্যার পরে আওয়ামী লীগের কারো আর রাজনীতি করার অধিকার নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সমাবেশে অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইসলামি দলগুলোর মাথার ওপরে কেউ যেন কাঁঠাল ভেঙে খেতে না পারে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত আমিরের হাতে চুম্বনতিনি বলেন, আজকে জাতীয় ঐক্যের জন্য আমরা একত্রিত হয়েছি। গণঅভ্যুত্থানে আমরা দেখেছি যখন বিশ্ববিদ্যালয় ছাত্রদের আন্দোলন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তখন মাদরাসার ছাত্ররা যাত্রাবাড়িতে প্রতিরোধ গড়ে তুলেছিল।

তিনি আরও বলেন, যেখানে আলেম-ওলামারা সমাবেশ করতো, ওয়াজ মাহফিলের আয়োজন করতো আওয়ামী লীগের গাঁ জ্বলতো। আমরা দেখেছি কীভাবে ছাত্রলীগ, যুবলীগ বাংলাদেশের মানুষের ওপরে নির্যাতন চালিয়েছে। ইসলামি দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান গণঅধিকার পরিষদের এ নেতা।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD