রাসায়নিক গুদাম নির্মাণ প্রকল্পের প্রশিক্ষণ উদ্বোধন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:১৫ অপরাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২৪


রাসায়নিক গুদাম নির্মাণ প্রকল্পের প্রশিক্ষণ উদ্বোধন
ছবি: প্রতিনিধি

রাসায়নিক গুদাম নির্মাণ প্রকল্পের ফায়ার ফাইটিং, আন্তর্জাতিক রাসায়নিক নিরাপত্তা, রাসায়নিক পদার্থ সংরক্ষণ ও ব্যবস্থাপনা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন  (বিএসইসি) চেয়ারম্যান মো. মনিরুজ্জামান।


আরও পড়ুন: সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে চিকিৎসকদের অবরোধ অব্যাহত


রবিবার (২৯ ডিসেম্বর) রাসায়নিক গুদাম নির্মাণ প্রকল্পের প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে। প্রশিক্ষণের আওতায় ফায়ার ফাইটিং, আন্তর্জাতিক রাসায়নিক নিরাপত্তা, রাসায়নিক পদার্থ সংরক্ষণ ও ব্যবস্থাপনা, এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক অত্যাধুনিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয়েছে।


মো. মনিরুজ্জামান বলেন, বিএসইসি’র সদ্য নির্মিত ৫৩টি রাসায়নিক গুদাম  ব্যবসায়ীদের পণ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাশ্রয়ী মূল্যে পণ্য মজুদের আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিএসইসি এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাবে, যাতে দেশে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি ঘটে এবং সমস্ত শিল্পখাতে নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনা যায়।


তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে কেমিক্যাল ও পারফিউমারী ব্যবসায়ীদের নিরাপত্তা ব্যবস্থাপনা এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষায় আরও দক্ষতা অর্জন করার সুযোগ প্রদান করা হবে। ধরনের প্রশিক্ষণ সারা দেশের বিভিন্ন শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।


আরও পড়ুন: ভোটার তালিকায় যুবকদের আনতে চাই: সিইসি নাসির উদ্দীন


এ সময় বিএসইসির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. মঞ্জুরুল হাফিজ, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ডিরেক্টর, কেমিক্যাল ও পারফিউমারী ব্যবসায়ীরা এবং বিএসইসির সচিবসহ উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এসডি/