Logo

রাসায়নিক গুদাম নির্মাণ প্রকল্পের প্রশিক্ষণ উদ্বোধন

profile picture
জনবাণী ডেস্ক
৩০ ডিসেম্বর, ২০২৪, ০৮:৪৫
41Shares
রাসায়নিক গুদাম নির্মাণ প্রকল্পের প্রশিক্ষণ উদ্বোধন
ছবি: সংগৃহীত

রাসায়নিক গুদাম নির্মাণ প্রকল্পের ফায়ার ফাইটিং, আন্তর্জাতিক রাসায়নিক নিরাপত্তা,

বিজ্ঞাপন

রাসায়নিক গুদাম নির্মাণ প্রকল্পের ফায়ার ফাইটিং, আন্তর্জাতিক রাসায়নিক নিরাপত্তা, রাসায়নিক পদার্থ সংরক্ষণ ও ব্যবস্থাপনা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন  (বিএসইসি) চেয়ারম্যান মো. মনিরুজ্জামান।

বিজ্ঞাপন

রবিবার (২৯ ডিসেম্বর) রাসায়নিক গুদাম নির্মাণ প্রকল্পের প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে। প্রশিক্ষণের আওতায় ফায়ার ফাইটিং, আন্তর্জাতিক রাসায়নিক নিরাপত্তা, রাসায়নিক পদার্থ সংরক্ষণ ও ব্যবস্থাপনা, এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক অত্যাধুনিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয়েছে।

বিজ্ঞাপন

মো. মনিরুজ্জামান বলেন, বিএসইসি’র সদ্য নির্মিত ৫৩টি রাসায়নিক গুদাম  ব্যবসায়ীদের পণ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাশ্রয়ী মূল্যে পণ্য মজুদের আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিএসইসি এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাবে, যাতে দেশে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি ঘটে এবং সমস্ত শিল্পখাতে নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনা যায়।

তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে কেমিক্যাল ও পারফিউমারী ব্যবসায়ীদের নিরাপত্তা ব্যবস্থাপনা এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষায় আরও দক্ষতা অর্জন করার সুযোগ প্রদান করা হবে। ধরনের প্রশিক্ষণ সারা দেশের বিভিন্ন শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় বিএসইসির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. মঞ্জুরুল হাফিজ, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ডিরেক্টর, কেমিক্যাল ও পারফিউমারী ব্যবসায়ীরা এবং বিএসইসির সচিবসহ উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD