ক্রামা ধর্মাবলম্বীদের সেনাবাহিনীর মানবিক সহায়তা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৪


ক্রামা ধর্মাবলম্বীদের সেনাবাহিনীর মানবিক সহায়তা
ছবি: প্রতিনিধি

বান্দরবানের রুমায় সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় ক্রামা ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয় সংস্কারের ও মানবিক সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।


আরও পড়ুন: রাফো’র বান্দরবান জেলা কমিটির সভাপতি অং চমং মারমা, সম্পাদক আজিজ উদ্দিন


রবিবার (২৯ ডিসেম্বর) বিকালে ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া সাবজোনের দোলাচরন মুরং পাড়ায় ক্রামা সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় সংস্কারের জন্য আর্অথিক অনুদান, স্কুল শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ, মানবিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।


দি ম্যাজেস্টিক টাইগার্স অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল সরদার জুলকার নাইন, বিএসপি, পিএসসি উপস্থিত হয়ে সীমান্ত পাড়ার সকলের সাথে কুশলাদি বিনিময় ও মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করেন। এ সময় সেনা সাব-জোন কমান্ডার ও অন্যান্য সামরিক-বেসামরিক বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


শীতবস্ত্র ও অনুদান পেয়ে পাহাড়বাসীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, সেনাবাহিনী আমাদের যে সেবা ও সহযোগীতা করছে তা সত্যি প্রশংসার দাবিদার। আমরা মুরং সম্প্রদায় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।


আরও পড়ুন: বান্দরবানের থানচি থেকে উঠল ভ্রমণ নিষেধাজ্ঞা


পাহাড় পরিদর্শনকালে অধিনায়ক ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট বলেন, ‘সেনাবাহিনী সব সময় সাধারণ জনগনের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সুরক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।’


এসডি/