র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহার হবে: পররাষ্ট্রমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহার হবে: পররাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি যুক্তরাষ্ট্রের লুকিয়ে থাকা রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য মার্কিন আইন প্রণেতাদের অনুরোধ করেছেন ওয়াসিংটন সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। একই সঙ্গে দেশের এলিট ফোর্স র‌্যাবের ওপর থেকেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে দেশটির নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

বুধবার (৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর চাক শুমার এবং হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য কংগ্রেসম্যান স্টিভ চ্যাবোটেরর সাথে পৃথকভাবে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী। উভয় বৈঠকেই পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি দণ্ডপ্রাপ্ত রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়ার বিষয়টি উত্থাপন করেন। এ বিষয়ে সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতার সহায়তা প্রত্যাশা করেন পররাষ্ট্রমন্ত্রী। 

একই সাথে র‌্যাবের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ককাস পুনরুজ্জীবিত করার জন্য সিনেটরকে প্রস্তাব দেন তিনি। 

বৈঠক শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী জানান, র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহার হবে।

ওআ/