মাগুরা ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের পাশে ‘বিএনপি পরিবার’
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৩ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৫
মাগুরায় শহীদ রাব্বির কন্যা শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান।বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় ছাত্র-জনতার আন্দোলনে মাগুরা ১০ শহীদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। প্রতিনিধি দলটি শহীদ রাব্বির কন্যা সন্তানের জন্য উপহার সামগ্রী পৌঁছে দেন এবং কন্যা শিশুর জন্য মাসিক ভাতার ঘোষনা দেন। শহীদ রাব্বির স্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সোমবার (৬ জানুয়ারি) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামে শহীদ রাব্বির বাসায় গিয়ে তার কন্যা সন্তানের খোজ-খবর ও পরিবারের সাথে সাক্ষাৎ করে সহমর্মিতা ও পাশে থাকার বার্তা পৌছে দিয়েছেন ‘বিএনপি পরিবার’ এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
আরও পড়ুন: মাগুরা পোশাক কারখানায় স্বাবলম্বী হাজারো নারী
মাগুরা জেলা ছাএদলের সাবেক সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন),সংগঠনটির সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন, সিনিয়র বিএনপি নেতা লুতফুল বারি মুকুল,বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান মোহান, ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ।
আরও উপস্থিত ছিলেন- মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আক্তার হোসেন, যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা,মোঃ আলমগীর হোসেন,সদর উপজেলা বিএনপি আহ্বায়ক মোঃ কুতুব উদ্দিন।
বিএনপি পরিবার- এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, ‘আমরা ১০টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি। যারা এখানে রক্ত দিয়ে শহীদ হয়েছেন অর্থ দিয়ে তাদের ঋণ শোধ করতে পারবেন না। আমরা এখানে এসেছি তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য, এটিই আমাদের মূল উদ্দেশ্য। বাংলাদেশে আমরা একাধিক শহীদী পরিবারের পাশে দাঁড়িয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা আহতদের পাশে দাঁড়িয়েছি। অনেক সময় আমরা তাদের ঢাকা পর্যন্ত নিয়ে গিয়েছি,যারা বেশি আহত হয়েছে। গুরুতর আহত হয়েছে। যারা চোখ হারিয়েছে। আমরা ২০০ এর অধিক মানুষকে ঢাকাসহ আশপাশের হাসপাতালে চিকিৎসা দিচ্ছি। মেডিসিনের ব্যবস্থা করে দিচ্ছি। অনেক ফ্যামিলি আছে যারা শহীদ হয়েছে,আহত হয়েছে তারা কিন্তু প্রকাশ করছে না। আমরা এগুলো ঢাকা শহর খুঁজে খুঁজে তাদের সহায়তা দিচ্ছি।’
এসডি/