মাগুরা পোশাক কারখানায় স্বাবলম্বী হাজারো নারী


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:০৩ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৪


মাগুরা পোশাক কারখানায় স্বাবলম্বী হাজারো নারী
ছবি: প্রতিনিধি

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামের ‘সানএ্যাপারেল্স লিমিটেড পোশাক কারখানায় শ্রমিকের কাজ করে স্বাবলম্বী হাজারো নারী। কারখানাটির তৈরী পোশাক স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে, ইউরোপে ৮০% আমেরিকা ১৫% অন্যান্য ৫%।

আরও পড়ুন: মাগুরা জেলা তথ্য অফিসের স্কুল পর্যায়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত


বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে কারখানাটি তে দেখা যায়, এখানে তৈরি হচ্ছে শার্ট, প্যান্ট, ব্লেজার, লেডিস এবং কিডস্ আইটেমের পোশাক। ৩৫ শত শ্রমিক তৈরি করছে প্রতি মাসে ৭ লক্ষ পিস রপ্তানি মুখী তৈরি পোশাক। এই পোশাক কারখানায় কর্মসংস্থানের সুযোগ পেয়ে স্বাবলম্বী হচ্ছেন মাগুরা বেকার নারীরা। কারখানাটির সংশ্লিষ্ট তথ্যসূত্রে জানা গেছে, ১৬৮০ জন পুরুষের পাশাপাশি কাজ করছেন ১৮২০ জন নারী। নারীদের কর্মসংস্থানের সুযোগের পাশাপাশি দেশের অর্থনীতিতে অগ্রণী ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। খোঁজ নিয়ে জানা গেছে, কারখানার প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট শিল্পপতি ফারুকুল ইসলামের স্বপ্ন ছিল এলাকার মানুষকে স্বাবলম্বী করা।


সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামে সানএ্যাপারেল্স লিমিটেড পোশাক কারখানাটি স্থাপন করেন ২০১৫ সালে। যেখানে কাজ করছেন ওই এলাকার স্থানীয় বেকার নারী পুরুষ। বিভিন্ন জায়গায় পোশাক সাপ্লাই দিয়ে কারখানাটি এগিয়েও যাচ্ছে। সানএ্যাপারেল্স লিমিটেডে নিয়োজিত চিকিৎসক ডা. আসিফ বলেন, এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের পাশাপাশি কারখানার শ্রমিকদের স্বাস্থ্য বিষয়ে মেডিকেল টিম সার্বক্ষণিক সেবা প্রদান করেন।


সানএ্যাপারেল্স লিমিটেড এর জেনারেল ম্যানেজার ও হেড অফ সাসটেইনএবিলিটি ক্যাপটেন মো.  সাখাওয়াত হোসেন বলেন, ২০১৫ সালে ৪০০ শত সেলাই মেশিন ও ৮০০ শ্রমিক দিয়ে গার্মেন্টস এর যাত্রা শুরু হয়। ২০২৪ সালে তা দাঁড়ায় ৩,০০০ হাজার মেশিন এবং ৩,৫০০ শ্রমিকে। কারখানাটির বাৎসরিক আয় ৪০ মিলিয়ন ইউ এস ডলার, কাঁচামাল এবং সরকারের সহযোগিতা পেলে ৫০ মিলিয়ন ইউএস ডলার রপ্তানি সম্ভব। তিনি আরো বলেন, মাগুরা জেলা ও পুলিশ প্রশাসন থেকে সহযোগিতা পেয়েছি।


যে সকল বৈদেশিক বায়ার, কর্মকর্তা, কর্মচারী এ জেলার বাইরে থেকে এসে এখানে কাজ করে তাদেরকে যাতে কেউ হয়রানি করতে না পারে, সেজন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি। সানএ্যাপারেল্স লিমিটেড এর সিও, প্রসন্ন বলেন, এই এলাকার বেশিরভাগ মানুষকে কর্মের সন্ধানে ঢাকায় যেতে হয়। আমাদের এই গার্মেন্টসের মাধ্যমে স্থানীয় কর্মজীবীরা এলাকাতেই কাজ করে জীবিকা নির্বাহ করতে পারছেন। মালিকপক্ষ কারখানাটির শ্রমিকদের বেতন বাবদ প্রতি মাসে ৬ কোটি টাকা প্রদান করেন। এই টাকার সিংহভাগ অংশই জেলার মধ্যে লেনদেন হয়। তিনি আরও বলেন, মালিক পক্ষের চিন্তাভাবনা রয়েছে, এই পোশাক শিল্পকে ব্যাপকভাবে ছড়িয়ে দিয়ে বেকারত্ব দূরীকরণে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার।


কারখানার শ্রমিক মমতাজ জোয়ারদার বলেন, দীর্ঘদিন বেকার জীবন পার করছিলাম। পরিবার-পরিজনকে আত্মনির্ভরশীল করতে পারিনি। এখন বাড়ির পাশে গার্মেন্টসে চাকরি করছি, প্রতি মাসে ভালো বেতন পাচ্ছি। কাজের পাশাপাশি বাড়িতে গরু, ছাগল, হাঁস-মুরগি পালন করছি। ছেলে মেয়েদের লেখাপড়াতেও কোনো সমস্যা হচ্ছে না। সোনিয়া খাতুন বলেন, গ্রামের চিকিৎসা থেকে এখানের চিকিৎসা সেবা অনেক উন্নত এবং ভালো, আমরা সব সময় তাদের সহযোগিতা পাই।


আরও পড়ুন: মাগুরায় রাতের আধাঁরে কৃষকের কলা ও পেঁপে গাছ কাটলো দুর্বৃত্তরা


পোশাক কারখানার প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট শিল্পপতি ফারুকুল ইসলাম বলেন, বেকার ও হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এই গার্মেন্টস কারখানাটি তৈরি করা হয়েছে। এই এলাকায় বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সরকারিভাবে সহযোগিতা পেলে এই গার্মেন্টসটি আরও বড় পরিসরে করা যাবে। এতে হাজারো নারী-পুরুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।


অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার, কালিমুল্লা বলেন, কর্মরত নারী শ্রমিক এবং তাদেরসাথে অবস্থানরত নাবালক শিশু এর নিরাপত্তা নিশ্চিতকরণ ও গণউপদ্রব প্রতিরোধের লক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শিল্পাঞ্চলে শ্রমিক, পরামর্শক বা অন্য কোনভাবে নিয়োজিত বা কর্মরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা প্রদানের লক্ষে বা নিরাপত্তার জন্য হানিকর হতে পারে এইরূপ কোন পরিস্থিতির উদ্ভব ঘটলে বা ঘটবার আশংকা দেখা দিলে ইহা প্রতিরোধের লক্ষে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এসডি/