Logo

বগুড়ার শেরপুরে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগ

profile picture
উপজেলা প্রতিনিধি
বগুড়া
১৬ নভেম্বর, ২০২৫, ১৫:২৪
13Shares
বগুড়ার শেরপুরে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগ
ছবি: প্রতিনিধি

বগুড়া জেলার শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১৬ নভেম্বর) ভোরে ঘটে যাওয়া এই ঘটনায় ব্যাংকের নামফলকে আগুন লাগানো হয়েছে।যদিও ঘটনায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, তবু স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখার প্রধান ফটকের নামফলকে কালো দাগ এবং পোড়া চিহ্ন রয়েছে। ব্যাংকের ভবনের অন্যান্য অংশ অক্ষত রয়েছে। গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম সকালে অফিসে এসে এই দৃশ্য প্রত্যক্ষ করেন।

তিনি জানান, সকালে অফিস খুলে দেখি নামফলকে কালি লেগে আছে। পরে বুঝতে পারি, রাতের কোনো এক সময়ে কেউ দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগানোর চেষ্টা করেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ঘটনার সময় শাখার নৈশ প্রহরী মজিবর রহমান অফিসের অভ্যন্তরে ঘুমিয়ে ছিলেন। তিনি কোনো শব্দ বা ঘটনা সম্পর্কে অবগত হননি বলে জানিয়েছেন। এতে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নামফলকে আগুনের শিখা দেখা যায়, কিন্তু অগ্নিসংযোগকারীদের মুখ বা পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওটি কে বা কোথা থেকে রেকর্ড করা হয়েছে, তা নিয়েও তদন্ত চলছে।

বিজ্ঞাপন

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে দাহ্য পদার্থ বহনের জন্য ব্যবহৃত দুটি খালি প্লাস্টিক বোতল উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত দুর্বৃত্তদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD