‘নদীভাঙ্গা নোয়াখালী হবে সিঙ্গাপুর’

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর আংশিক) আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী মো.ফখরুল ইসলাম বলেছেন, আপনারা ধানের শীষে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আর তিনি প্রধানমন্ত্রী হলে নদীভাঙা কবলিত নোয়াখালী হবে সিঙ্গাপুর।
বিজ্ঞাপন
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে কবিরহাট বাজারে এক বিশাল নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।
মো.ফখরুল ইসলাম বলেন, আমাদের দলে অনেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আমি মনে করি সবাই যোগ্য ছিলেন। কিন্তু দল আমাকে মনোনয়ন দিয়েছে। আপনারা আমাকে নয় তারেক রহমানের ধানের শীষে ভোট দিন।
নির্বাচনী এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার ঘোষণা দিয়ে মো. ফখরুল ইসলাম বলেন, ওবায়দুল কাদেরর মত আমার কোনো ভাই মেয়র বা ভাগিনা চেয়ারম্যান হবে না। যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। এর জন্য আমার বাসায় মাছ-মাংশ বা দধি নিয়ে আসতে হবেনা।
বিজ্ঞাপন
আর আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে আমার সঙ্গে দেখা করতে কোনো মামা, খালুর দরকার হবে না।
আরও পড়ুন: কুয়াকাটায় জেলের জালে ৮০ কেজির পাখি মাছ
২০১৮ সালে ফ্যাসিবাদী হাসিনা মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদকে বাড়ি থেকে বের হতে দেয় নাই- ভোট কারচুপির মাধ্যমে নিয়ে যায় এই আসনটি। আমি চাই আপনারা ভোটের মাধ্যমে এর জবাব দিবেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, দল আমাকে মনোনয়ন দিলেও সবাই আমাকে পছন্দ নাও করতে পারেন। তবে ধানের শীষে ভোট দিয়ে নোয়াখালীকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানে ঘাঁটি হিসেবে আরেকবার প্রতিষ্ঠিত করুন।
এই সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, যুগ্ন আহ্বায়ক এবিএম জাকারিয়া, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম কিরণ, কবিরহাট পৌরসভা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু সহ প্রমূখ।








