Logo

পঞ্চগড় সীমান্তে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
১৬ নভেম্বর, ২০২৫, ১৫:৪১
7Shares
পঞ্চগড় সীমান্তে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ
ছবি: প্রতিনিধি

পঞ্চগড় সীমান্তে অভিযান চালিয়ে ৬ লাখ ৭৮ হাজার টাকা মূল্যমানের ভারতীয় শাড়ি ও শাল চাদর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)৷ শনিবার (১৫ নভেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।

বিজ্ঞাপন

এর আগে, শনিবার ভোরে পঞ্চগড়ের বোদা উপজেলার লাহেরীপাড়া সীমান্ত এলাকায় নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্ত ধামেরঘাট বিজিবির বিওপির ক্যাম্পের সদস্যরা ভিযান চালিয়ে এসব মালামাল আটক করেন৷

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বোদা উপজেলার লাহেরীপাড়া এলাকায় মেইন পিলার ৭৭১ এর ১ নম্বর সাব পিলার এলাকা থেকে প্রায় ১২০ গজ ভেতরে ধামেরঘাট বিওপির সুবেদার মো: নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

এ সময় অভিযান চলাকালে ভারত থেকে আনা ১৯ পিস ভারতীয় শাড়ী এবং ৯০ পিস ভারতীয় শাল চাদর মালিকবিহীন অবস্থায় জব্দ করে বিজিবি সদস্যরা । জব্দকৃত পণ্যের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৭৮ হাজার টাকা।

৫৬ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সদর দপ্তর বিজিবির নির্দেশনায় সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ পণ্য ও মাদক প্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD