মাগুরা জেলা তথ্য অফিসের স্কুল পর্যায়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:০০ পিএম, ২রা অক্টোবর ২০২৩

এডিস মশা নির্মূলে সোচ্চার হই, দ্বায়িত্বশীল নাগরিক হই এই প্রতিপাদ্য নিয়ে মাগুরা সদর উপজেলার হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ডাঃ লুৎফর রহমান লাইব্রেরী কাম অডিটরিয়ামে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে জেলা তথ্য অফিসের আয়োজনে স্কুল পর্যায়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সোমবার (২ অক্টোবর) সকাল ১১ টায় মাগুরা জেলা তথ্য অফিস এর আয়োজনে ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন মাগুরা জেলা শিশু অফিসার আলমগীর কবির।
জেলা তথ্য অফিসার পাভেল দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাজিপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আখিরী আলম, হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম, জেলা শিক্ষা অফিসের গবেষনা কর্মকর্তা তাপস কুমার বিশ্বাস ও হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুল হায়দার।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনতা মূলক মাধ্যমিক পর্যায়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

মাগুরায় WeCARE প্রকল্পে বদলে যাচ্ছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা

শহীদ রাব্বির কবরস্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পুলিশ সুপারের দুঃখ প্রকাশ

পারিবারিক দ্বন্দ্বে বন্ধ পানি বের হওয়ার পথ, ভোগান্তিতে স্কুলের শতাধিক শিক্ষার্থী

জুলাই অভ্যুত্থান দিবসে মেহেরপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা
