Logo

টঙ্গীতে পেট্রোল বোমাসহ দুই যুবক গ্রেফতার

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১৬ নভেম্বর, ২০২৫, ১৭:০২
22Shares
টঙ্গীতে পেট্রোল বোমাসহ দুই যুবক গ্রেফতার
প্রতীকী ছবি

টঙ্গী পশ্চিম থানার রাত্রিকালীন টহল পুলিশের অভিযানে পেট্রোল বোমাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ নভেম্বর) ভোররাত সাড়ে ১টার দিকে থানার মুন্নু গেইট এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন অংশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, এম.টি. মোটরস অ্যান্ড টায়ার গ্যালারির সামনে সন্দেহভাজনভাবে পায়চারি করার সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে দেহ তল্লাশিতে মোঃ মবিনের কাছ থেকে একটি পেট্রোল বোমা এবং আব্দুর রহিম ওরফে শরীফের কাছ থেকে ৩৩০ মিলিলিটারের একটি বোতল ভর্তি পেট্রোল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে যে, তারা অজ্ঞাতনামা আরও কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে টঙ্গীতে নাশকতার পরিকল্পনা করছিল। তারা মহাসড়কে যানবাহনে আগুন দিয়ে জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এলাকায় অবস্থান নিয়েছিল।

বিজ্ঞাপন

ঘটনার পর টঙ্গী পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সং/২০১৩) ও বিস্ফোরক পদার্থ আইন ১৯০৮ (সং/২০০২) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার দুই যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— মোঃ মবিন (২৫), পিতা মো: সুমন মিয়া, মাতা মোছা: মুন্নি; ঠিকানা—হরিরামপুর (ভাটুলিয়া মহিলা মাদ্রাসা সংলগ্ন), ধউর মেইন রোড, তুরাগ, ঢাকা। আব্দুর রহিম ওরফে শরীফ (৩২), পিতা মো: দুলাল, মাতা মোছা: নুরজাহান বেগম; ঠিকানা—সোনাপুর, সোনাগাজী, ফেনী।

বিজ্ঞাপন

পুলিশের দাবি, নাশকতার যেকোনো চেষ্টা প্রতিহত করতে এলাকায় অতিরিক্ত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD