খুলনা-বরিশালে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

খুলনা ও বরিশাল বিভাগে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাগেরহাটসহ ৭ জেলার ১০টি আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি। এতে বিভাগ দুটির ১৮টি রুটে যান চলাচল বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
সরকারি অনুমতি ছাড়া বিআরটিসি বাস এবং ইজিবাইক, মাহেন্দ্র, নছিমনসহ সব ধরনের থ্রি-হুইলারের চলাচল বন্ধের দাবিতে রোববার (১৬ নভেম্বর) বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সমিতির নেতারা। একই দিন শহরের শহীদ মিনার সড়কে মানববন্ধনও পালন করা হয়।
রূপসা-বাগেরহাট বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম জানান, প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠকেও তাদের তিন দফা দাবি মেনে নেওয়া হয়নি। ফলে খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠিসহ বরিশাল বিভাগের ৭ জেলার ১০টি মালিক সমিতি যৌথভাবে এই ধর্মঘটের ডাক দিয়েছে।
আরও পড়ুন: ‘নদীভাঙ্গা নোয়াখালী হবে সিঙ্গাপুর’
বিজ্ঞাপন
তিনি বলেন, দক্ষিণাঞ্চলের মালিক-শ্রমিকরা দীর্ঘদিন ধরে বৈষম্য ও আর্থিক ক্ষতির শিকার। সরকারি অনুমোদন ছাড়া ‘বিআরটিসি’ নামধারী গাড়িগুলো লাগামহীনভাবে চলছে। নিলামে কেনা পুরোনো গাড়ি মেরামত করে বিআরটিসির নাম ব্যবহার করা হচ্ছে, যা আইনবিরোধী। প্রভাবশালীদের যোগসাজশে ডিপো ম্যানেজাররা এ কাজ চালিয়ে যাচ্ছেন, ফলে অভ্যন্তরীণ রুটে বাস মালিক ও শ্রমিকদের ব্যাপক ক্ষতি হচ্ছে।
এছাড়া অনুমোদনহীন ইজিবাইক, মাহিন্দ্র, নছিমন, করিমনের মতো থ্রি-হুইলারগুলো বেপরোয়া চলাচল ও যাত্রী বহন করায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
আরও পড়ুন: পঞ্চগড় সীমান্তে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিনা, সহ-সভাপতি জিয়াউদ্দিন জিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, অর্থ সম্পাদক মতিউর রহমান এবং লাইন সাধারণ সম্পাদক সরদার জসিমসহ অন্য জেলার নেতারা।
তিন দফা দাবি-
সরকারি অনুমোদন ছাড়া চলাচলকারী বিআরটিসি ও লিজকৃত বিআরটিসি গাড়ি বন্ধ করা।
বিজ্ঞাপন
বিআরটিসির পথিমধ্যে থাকা সব কাউন্টার অপসারণ; জেলার মালিক সমিতির তত্ত্বাবধানে বিআরটিসি পরিচালনা।
ইজিবাইক, মাহিন্দ্রসহ থ্রি-হুইলার জাতীয় যান মহাসড়ক ও আঞ্চলিক সড়কের বদলে পার্শ্ববর্তী সড়কে চলাচল করবে; দূরপাল্লার পরিবহন জেলা টার্মিনাল থেকে ছাড়বে।








