Logo

রাজবাড়ীতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

profile picture
জেলা প্রতিনিধি
রাজবাড়ী
১৬ নভেম্বর, ২০২৫, ১৮:০৭
36Shares
রাজবাড়ীতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়ন বঞ্চিত আসলাম গ্রুপের বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থকরা।

বিজ্ঞাপন

রবিবার (১৬ নভেম্বর) বিকেল ৪টা ৩০মিনিটের দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ছবি সংযুক্ত বয়কট লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সড়ক অবরোধ করেন সহস্রাধিক নেতাকর্মী।

এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিল করে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়াকে তারা মনোনয়ন দেওয়ার দাবি জানান।

আরও পড়ুন: রাজবাড়ীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বিজ্ঞাপন

মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে ও কাফনের কাপড় পড়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এক ঘণ্টা পর বিকেল ৫টা ৩০মিনিটের দিকে অবরোধ তুলে নেন তারা।

সড়ক অবরোধের কারণে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও যাহবাহনের চালকরা।

আসলাম গ্রুপের সমর্থক সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী বলেন, আমরা এই অবৈধ মনোনয়ন মানি না। যে ১৭ বছর মাঠে ছিল তাকে বাদ দিয়ে সংস্কারপন্থি নেতাকে মনোনয়ন দিয়েছে। আমরা এটা মানি না। দ্রুত এই মনোনয়ন বাতিল করে অ্যাডভোকেট আসলামকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন: বাসের ধাক্কায় খাদে পড়ে অন্য বাস, আহত ২০

বিক্ষোভ সমাবেশে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সোমবার (৩ নভেম্বর) ২৩৭টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য দলীয় প্রার্থী ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD