গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার ইসরাইল হাওলাদার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে নিয়োগ দিয়েছে সরকার।
বিজ্ঞাপন
রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ডিআইজি ইসরাইল হাওলাদারকে জিএমপির কমিশনার পদে পদায়ন করে তার দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম ও অপারেশনস)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞাপন
গত ২ সেপ্টেম্বর জিএমপির তৎকালীন কমিশনার ডিআইজি নাজমুল করিম খানকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এরপর থেকে পদটি শূন্য ছিল।
নিয়োগপ্রাপ্ত কমিশনার ইসরাইল হাওলাদার বিসিএস পুলিশ ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। কর্মজীবনে মাঠপর্যায় থেকে শুরু করে প্রশাসনিক ও নগর পুলিশ ব্যবস্থাপনায় তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।








