বেনজেমার হ্যাটট্রিকে রিয়ালের দাপুটে জয়, সেমিফাইনালের পথে ক্লাবটি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বেনজেমার হ্যাটট্রিকে রিয়ালের দাপুটে জয়, সেমিফাইনালের পথে ক্লাবটি

গেল আসরে চ্যাম্পিয়নস লিগের মঞ্চ থেকে রিয়াল মাদ্রিদকে বিদায়ের টিকেট ধরিয়ে দিয়েছিল চেলসি। বছর ঘুরতেই সে প্রতিশোধ দারুণভাবে নিল স্প্যানিশ ক্লাবটি। চেলসির মাঠেই করিম বেনজেমার হ্যাটট্রিকে তাদের ধসিয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের পথে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ।

গতকাল বুধবার দিবাগত রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। দলের তিনটিই গোলটি করেছেন রিয়াল অধিনায়ক বেনজেমা। চেলসির হয়ে মাত্র এক গোল শোধ করেছেন কাই হাভার্টজ।

গেলবার সেমিফাইলে লড়েছিল দুদল। যার প্রথম লেগে ড্র এর পর দ্বিতীয় লেগে রিয়ালকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল চেলসি। পরে ফাইনাল জিতে শিরোপা উঁচিয়ে ধরেছিল টমাস তুখেলের দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এবার আগেই বড় বিপদে ফেলে দিল রিয়াল।

স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের সময় বৃষ্টি নামে। তাতে খেলা চালাতেই হিমশিম খেতে হয় খেলোয়াড়দের। এর মধ্যেই ২১তম মিনিটে রিয়ালকে উচ্ছ্বাসে ভাসান বেনজেমা। ভিনিসিউসের সঙ্গে ওয়ান-টু খেলে ডি-বক্সে ঢুকে হেড দিয়ে বল ঠিকানায় পাঠান বেনজেমা।

এর তিন মিনিট না যেতেই আবারও গোল। এবারও গোলের নায়ক বেনজেমা। এবার ডান দিক দিয়ে ডি-বক্সে ক্রস বাড়ান লুকা মদ্রিচ। এরপর বাকি কাজ সারেন বেনজেমা। মাথা দিয়ে বল নামিয়ে হালকা করে ছুঁয়ে দিয়ে পাঠিয়ে দেন ঠিকানায়।

এরপর বিরতির আগেই এক গোল শোধ করে চেলসি। ৪০তম মিনিটে ডান দিক থেকে জর্জিনিয়োর ক্রসে গোল করে কিছুটা স্বস্তি দেন হাভার্টজ। কিন্তু, সে স্বস্তি শেষ পর্যন্ত স্থায়ী হয়নি। দ্বিতীয়ার্ধে নিজের হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি স্কোরলাইন ৩-১ করে রিয়াল মাদ্রিদকে বড় জয় উপহার দেন বেনজেমা। এ নিয়ে চলমান আসরে ১১টি গোল করলেন ফরাসি স্ট্রাইকার। লা লিগায় করেছেন ২৪টি। মোট মৌসুমে ৩৭টি গোল চলছে রিয়াল অধিনায়কের।

স্ট্যামফোর্ড ব্রিজে জয় দিয়ে মিশন শুরু করল রিয়াল মাদ্রিদ। এবার নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউতে আগামী মঙ্গলবার ফিরতি লেগে সেমিফাইনালের ওঠার নিশ্চিত করার মিশন ভিনিসিউস-বেনজেমাদের।

এসএ/