সুপ্রীম কোর্টে ফায়ার সার্ভিসের মহড়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৮ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৫
সুপ্রীম কোর্টের এ্যানেক্স ভবনে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
আরও পড়ুন: পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহত ১০০ জন
মঙ্গলবার (৭ জানুয়ারি) সুপ্রীম কোর্টের সম্মেলন কক্ষে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীসহ অনান্য কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে অগ্নি প্রতিরোধ, অগ্নিনির্বাপণে করণীয়, প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন সম্পন্ন হয়। প্রেজেন্টেশন উপস্থাপন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন।
প্রেজেন্টেশন উপস্থাপন শেষে সুপ্রীম কোর্টের এ্যানেক্স ভবনে অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিষয়ক একটি মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় আটকে পরা লোক উদ্ধার, অগ্নিনির্বাপণ ও প্রাথমিক চিকিৎসা প্রদান কার্যক্রম প্রদর্শন করা হয়। এ ছাড়া ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে অগ্নিনির্বাপণ ও এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর পদ্ধতি প্রদর্শন করা হয়।
আরও পড়ুন: বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: শফিকুল আলম
মহড়া কার্যক্রমে ঢাকার জোন-১ এর কমান্ডার মো. এনামুল হক ও জোন-৫ এর কমান্ডার ফয়সালুর রহমান নেতৃত্ব প্রদান করেন। মহড়া শেষে হাই কোর্ট বিভাগের অতিরিক্তি রেজিস্ট্রার আসিফ ইকবাল বক্তব্য প্রদান করেন।
এসডি/