আবারও ধেঁয়ে আসছে হাড়কাঁপানো শীত


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:২৫ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৫


আবারও ধেঁয়ে আসছে হাড়কাঁপানো শীত
ছবি: সংগৃহীত

আবারও আসছে হাড়কাঁপানো শীত। বুধবার (৮ জানুয়ারি) সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে কয়েকদিন বিরতি থাকার পর দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। যা সপ্তাহজুড়ে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আসন্ন শৈত্যপ্রবাহটি চলতি মৌসুমের দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানায় সংস্থাটি।


ইতোমধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। এ ছাড়া বুধবার থেকে রাজধানীতে আগামী পাঁচ থেকে ছয় দিনের তাপমাত্রা আবারও কমতে পারে। এ সময় কুয়াশা বেশি থাকায় দেশের অনেক জায়গায় দিনের বেলায় সূর্যের দেখা পাওয়া যাবে না। ফলে শীতের অনুভূতি আরও বাড়বে।


আরও পড়ুন: শীত এলেই হাত-পায়ের তালু জমে বরফ, যে মসলাই মিলবে সমাধান


মঙ্গলবার (৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।  রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস হয়। দেশের অন্যান্য জেলায়ও সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল।


আবহাওয়াবিদেরা জানান, পশ্চিমা লঘুচাপের নিম্নমুখী অংশ উত্তর-পশ্চিম ভারতের হিমালয় পর্বতের কাশ্মীর এলাকা থেকে ঠান্ডা বাতাস বয়ে নিয়ে আসছে। এই হিমেল বাতাসের প্রবাহ ভারতের মধ্য ও উত্তর-পূর্বের রাজ্যগুলো পেরিয়ে পূর্ব দিকে আসছে। বুধবার সকাল থেকে তা বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হওয়া শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে এদিন সকাল থেকে আবারও দেশের ওপর দিয়ে কুয়াশাযুক্ত ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়া শুরু করবে।


আরও পড়ুন: পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড


তারা জানান, আসন্ন শৈত্যপ্রবাহটি রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে অতিক্রম করতে পারে। ফলে উত্তরাঞ্চল ছাড়াও যশোর ও চুয়াডাঙ্গা থেকে শুরু করে কুষ্টিয়া পর্যন্ত শীতের প্রকোপ বেশি থাকতে পারে। সেই সঙ্গে সিলেট বিভাগেও শীতের দাপোট বেশি থাকতে পারে।


এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক সংবাদমাধ্যমকে বলেন, শীতের হিমেল বাতাসের প্রবাহটি শক্তিশালী হয়ে উঠেছে। সেই সঙ্গে কুয়াশার পরিমাণ দ্রুত বাড়ছে। ফলে কুয়াশা ও শীত দুটিই আগামী কয়েক দিনে দ্রুত বাড়তে পারে। ১৪ জানুয়ারি পর্যন্ত এই শীত থাকতে পারে বলে জানান তিনি।


এমএল/