ডুয়েটে হায়ার স্ট্যাডি বিষয়ক সেমিনার এবং এটিএফ সাব-প্রোজেক্ট প্রোপোজাল-এর উপর কর্মশালা অনুষ্ঠিত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৪৬ পূর্বাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৫


ডুয়েটে হায়ার স্ট্যাডি বিষয়ক সেমিনার এবং এটিএফ সাব-প্রোজেক্ট প্রোপোজাল-এর উপর কর্মশালা অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ‘হায়ার স্ট্যাডি অ্যাবরোড’ শীর্ষক একটি সেমিনার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।


আরও পড়ুন: ডুয়েটে টেকনিক্যাল সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত


 বিশেষ অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। সেমিনারটিতে প্যানেল এক্সপার্ট হিসেবে বক্তব্য দেন ডুয়েটের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ওয়াসিম দেওয়ান, যুক্তরাজ্যের মিটসুবিশি ইলেক্ট্রিক-এর রিসার্চ ইঞ্জিনিয়ার ড. জাহেদুল ইসলাম এবং ডুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রাশেদ মিয়া। 


এছাড়া হায়ার স্ট্যাডি বিষয়ক প্রেজেন্টেশন দেন সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রেলিয়াম অ্যান্ড মিনারেলস্-এর এমএস পর্বের শিক্ষার্থী ও ডুয়েট অ্যালামনাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমানুল্লাহ। সেমিনারটি আয়োজনে যৌথভাবে সহযোগিতায় ছিল আবেদীন রিসার্স ল্যাব ও ডুয়েট সোসাইটি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারস্। উক্ত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন ।


এছাড়া একইদিনে ‘রাইটিং এটিএফ সাব-প্রোজেক্ট প্রোপোজাল’ বিষয়ক একটি কর্মশালা বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রাজু আহমেদের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হিট প্রোজেক্টের উয়িং ম্যানেজার (এটিএফ ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ) অধ্যাপক ড. মো. মোজাহার আলী।


কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম। কর্মশালাটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও পিএইচডি ডিগ্রীধারী সহকারী অধ্যাপকবৃন্দ অংশগ্রহণ করেন।


সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘আমরা ইতোমধ্যে আমাদের স্বপ্ন ও লক্ষ্য স্থির করেছি। শিক্ষক ও শিক্ষার্থীসহ সকলের উদ্যোগে আমরা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রাণের এই ডুয়েটকে সকল ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবো। এজন্য দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশনসহ নানা কার্যক্রমের মাধ্যমে শিক্ষা, গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে ডুয়েটকে বিশ্বমানের একটি শীর্ষস্থানীয় অবস্থানে নিয়ে যেতে আমরা কাজ করছি।’ তিনি এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি শিক্ষা কার্যক্রমের পাশাপাশি অন্যান্য সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে একজন দক্ষ ও যোগ্য প্রকৌশলী হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এছাড়া কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রোজেক্ট প্রোপোজাল প্রস্তুত করা ও একটি প্রোজেক্ট সফল ও বাস্তবায়ন করার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি এই ধরনের সেমিনার এবং কর্মশালা আয়োজনের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ ও আইকিউএসিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।


আরও পড়ুন: ডুয়েটে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘রিসার্চ-ফান্ডিং সাপোর্ট, স্কলারশীপ ও কোলাবোরেশন ইত্যাদি বিষয়গুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের জন্য অত্যন্ত জরুরি। ক্যারিয়ার গঠন, উচ্চশিক্ষা গ্রহণ, স্কলারশীপ প্রাপ্তি ও গবেষণা সেক্টরে যুক্ত হতে এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।, এছাড়া কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি প্রোপোজাল রাইটিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন ।


এসডি/