Logo

জামিন বাতিল করে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবি

profile picture
জনবাণী ডেস্ক
১১ জানুয়ারী, ২০২৫, ০২:১৫
33Shares
জামিন বাতিল করে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবি
ছবি: সংগৃহীত

তাদের জামিন বাতিল করতেই হবে

বিজ্ঞাপন

টঙ্গীর ইজতেমা মাঠে হামলাকারীদের জামিন বাতিল করে বাংলাদেশে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানো হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ওলামা মাশায়েখ বাংলাদেশ ও তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ সমাবেশে এই দাবি উপস্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় বক্তারা বলেন, আগামীতে টঙ্গীতে দুটি নয়, একটিই ইজতেমা হবে। এছাড়া ইজতেমার মাঠে বারবার হামলাকারী ‘পথভ্রষ্ট সাদপন্থিদের কর্মকাণ্ড নিষিদ্ধ ও টঙ্গী হত্যাকাণ্ডে জড়িতদের জামিন বাতিল করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। 

বক্তারা আরও বলেন, সাদপন্থিদের তাবলিগ করতে দেওয়া হবে না, ইজতেমাও করতে দেওয়া হবে না। তারা প্রকাব্যে খুন করে জামিন পেয়ে যায়, এটা কখনোই মানা যায় না। তাদের জামিন বাতিল করতেই হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আবু হাসেম কাশফী, মাওলানা আতাউর রহমান, মাওলানা আলী ওসমান, মাওলানা মোসাদ্দেক বিল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা ফয়সাল, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা মজিবুর রহমান প্রমুখ।  

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD