চোর কমবেশি সব পেশাতেই আছে: আবু সালেহ আকন

বলেনতো, ক’জন সচিবের ব্যাংক একাউন্ট জব্দ করে নোটিশ টাঙিয়েছেন আপনারা
বিজ্ঞাপন
একের পর এক সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিচ্ছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এবার এ বিষয় নিয়ে সোশ্যাল কথা বলেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে তিনি পোস্টে লিখেছেন, চোর কমবেশি সব পেশাতেই আছে। বলেনতো, ক’জন সচিবের ব্যাংক একাউন্ট জব্দ করে নোটিশ টাঙিয়েছেন আপনারা?
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তার ফেসবুক স্ট্যাটাস হুবহু তুলে ধরা হল, আপনারা কি প্রমাণ করতে চাচ্ছেন- সব সাংবাদিকরাই কি অসৎ? সব চোর সাংবাদিকদের মধ্যেই! আজ দু’জন, কাল পাঁচজন, পরশু দশজন- এভাবে সাংবাদিকের ব্যাংক একাউন্ট জব্দ করে নোটিশ ঝুলিয়ে দিচ্ছেন! আবার অনেকে অপেক্ষা করে থাকেন, পরের তালিকা কবে প্রকাশ পাবে!
চোর সব পেশাতেই আছে। বলেনতো, ক’জন সচিবের ব্যাংক একাউন্ট জব্দ করে নোটিশ টাঙিয়েছেন? ক’জন পুলিশের ব্যাংক একাউন্ট জব্ধ করেছেন? বা অন্যান্য পেশার ক’জনের ক্ষেত্রে এমনটি করেছেন? আরে সাংবাদিকদের নিয়োগ দিয়ে যারা বছরের পর বছর বেতন দেয় না, এমন মালিকদের ক’জনের ব্যাংক হিসেব তলব করেছেন? সব চোর সাংবাদিকদের মধ্যেই খুঁজে পাচ্ছেন?
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আসলে আমার মনে হচ্ছে- আপনারা এই পেশায় কালি লেপন করে দিতে চাচ্ছেন সারা জনমের জন্য! প্রমাণ করতে চাচ্ছেন, এই পেশার সবাই চোর! যা শুরু করেছেন, তাতে আমাদের পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব কোনদিনই স্বীকার করতে চাইবে না যে, এই পেশায়ও কিছু ভালো মানুষ থাকতে পারে বা আছে! কিছু মানুষ বেতনের বাইরে একটি টাকা যোগাড় করারও যোগ্যতা নেই।
এই পেশায় যারা টাকা কামিয়েছে, তারা বিএনপির সময়ও কামিয়েছে, আওয়ামী লীগের সময়ও কামিয়েছে, আবার বিএনপির সময়ও কামিয়েছে, ওয়ান এলেভেনের সময়ও কামিয়েছে, আবার গত ১৫ বছরের ফ্যাসিষ্ট সরকারের সময়ও কামিয়েছে, এখনো তারাই মাঠে আছে। আবার অনেকে না খেয়ে না পড়ে চিকিৎসার অভাবে মারা গেছেন, তারপরও নীতি-আদর্শ বিসর্জন দেননি।
বিজ্ঞাপন
এমএল/