প্রধান উপদেষ্টার প্রেস সচিব

সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করায় গোয়েন্দা সংস্থার বড় ভূমিকা ছিল


Janobani

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ০৮:০৪ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৫


সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করায় গোয়েন্দা সংস্থার বড় ভূমিকা ছিল
ফাইল ছবি

বিগত সময়ে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করার পেছনে গোয়েন্দা সংস্থাগুলোর অন্যতম বড় ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।


আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করল হিউম্যান রাইটস ওয়াচ


শফিকুল আলম বলেন, ‘ভবিষ্যতে সংবাদমাধ্যমে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যেন হস্তক্ষেপ করতে না পারে, তা সম্পন্ন নিশ্চিত করতে হবে।’


তিনি বলেন, ‘সাংবাদিকতা নিয়ে কাজ করতে হলে মালিকপক্ষকে সাংবাদিকদের যথাযথ মর্যাদা ও যৌক্তিক সম্মানী নিশ্চিত করতে হবে।’


আরও পড়ুন: কাঁটাতারের বেড়ায় কাচের বোতল ঝুলিয়েছে বিএসএফ


আলোচনা সভায় সাংবাদিকতায় কপিরাইট আইন আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেন প্রেস সচিব শফিকুল আলম।


এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে নিজের সম্পদের বিবরণী তুলে ধরেন শফিকুল আলম।


এমএল/