সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করায় গোয়েন্দা সংস্থার বড় ভূমিকা ছিল

সাংবাদিকদের যথাযথ মর্যাদা ও যৌক্তিক সম্মানী নিশ্চিত করতে হবে
বিজ্ঞাপন
বিগত সময়ে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করার পেছনে গোয়েন্দা সংস্থাগুলোর অন্যতম বড় ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শফিকুল আলম বলেন, ‘ভবিষ্যতে সংবাদমাধ্যমে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যেন হস্তক্ষেপ করতে না পারে, তা সম্পন্ন নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, ‘সাংবাদিকতা নিয়ে কাজ করতে হলে মালিকপক্ষকে সাংবাদিকদের যথাযথ মর্যাদা ও যৌক্তিক সম্মানী নিশ্চিত করতে হবে।’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আলোচনা সভায় সাংবাদিকতায় কপিরাইট আইন আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেন প্রেস সচিব শফিকুল আলম।
এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে নিজের সম্পদের বিবরণী তুলে ধরেন শফিকুল আলম।
বিজ্ঞাপন
এমএল/