উত্তরা কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি কাঁচাবাজারে বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টা ৩৮ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, “খবর পেয়ে আমরা পাঁচটি ইউনিট দ্রুত পাঠাই এবং প্রায় আধা ঘণ্টার চেষ্টায় বিকেল ৬টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।”
প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তৎপরতা অব্যাহত রেখেছে এবং নিরাপত্তার জন্য স্থানীয়ভাবে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।








