ডুয়েটে প্রথম সিএসই পুনর্মিলনী অনুষ্ঠিত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৫


ডুয়েটে প্রথম সিএসই পুনর্মিলনী অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

 

আরও পড়ুন: ডুয়েটে ৩ দিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠিত


শুক্রবার (১৭ জানুয়ারি)  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার৷ সম্মানিত অতিথি ছিলেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. শরাফত হোসেন এবং পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস৷ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রফিকুল ইসলাম।


উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই আয়োজনে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস এক মিলনমেলায় রূপ নেয়। অ্যালামনাইবৃন্দ পুরনো দিনের স্মৃতিচারণ ও ভাব-বিনিময়ে মেতে ওঠেন। এটি সিএসই পরিবারের অতীত, বর্তমান ও ভবিষ্যতকে একসূত্রে গেঁথেছে। ফেলে আসা দিনের বন্ধুত্ব নতুনভাবে উজ্জীবিত হয়েছে। এই আয়োজন নতুন সংযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির একটি মহতি উদ্যোগ। যা পরবর্তী প্রজন্মের আইটি প্রফেশনালদের জীবন চলার পথকে প্রসারিত ও সুগম করবে।


আরও পড়ুন: ডুয়েটে ‘হাই ইমপ্যাক্ট রিসার্চ, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন অ্যান্ড রিসার্চ স্ট্র্যাটেজিস্ সেমিনার অনুষ্ঠিত


অনুষ্ঠানের সূচনা হয় শান্তির প্রতীক সাদা পায়রা উড়ানো, বেলুন উড্ডয়ন ও আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে। পরবর্তীতে অনুষ্ঠানকে কেন্দ্র করে বৃক্ষরোপন করা হয়। এরপর দিনব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিকেলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে এই প্রাণবন্ত আয়োজনের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে সিএসই বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং অ্যালামনাইবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


এসডি/