ভেড়ামারায় সেনাবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র-গুলি ও ককটেল উদ্ধার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৪২ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৫


ভেড়ামারায় সেনাবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র-গুলি ও ককটেল উদ্ধার
ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় সেনাবাহিনী অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র-গুলি ও ককটেল উদ্ধার করেছে। এ সময় উপজেলার ধরমপুর ইউনিয়নের বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি রিভালভার, ৪ রাউন্ড গুলি ও ২টি ককটেল হয়েছে।


বুধবার (২২জানুয়ারি) ভোর ৪ টায় অভিযান শেষে অস্ত্রগুলি ও ককটেল ভেড়ামারা থানাকে বুঝিয়ে দেওয়া হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহীদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: ভেড়ামারায় বিএনপির বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত


ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর ৪ টায়, সেনাবাহিনীর একটি বিশেষ টিম ভেড়ামারার ধরমপুর ইউনিয়নের ধরমপুর বাজারের আশেপাশের এলাকায় ১টি অভিযান পরিচালনা করেন। অভিযানে তারা পৃথক দুটি জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী রিভলভার, চার রাউন্ড গুলি ও দুটি ককটেল উদ্ধার করে। অভিযান শেষে তারা উদ্ধারকৃত অস্ত্র ও ককটেল ভেড়ামারা থানাকে বুঝিয়ে দেয়। 


ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অস্ত্র-গুলি ও ককটেল ভেড়ামারা থানা বুঝে পেয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


এসডি/