হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৪ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৫
দেশের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনপদের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।। গত তিনদিন ধরে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সীমান্তবর্তী এ জেলা। বিশেষ করে হিমেল বাতাসে ছিন্নমূল ও অসহায় মানুষের দুর্ভোগ চরমে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, আগামী ২৬ জানুয়ারি থেকে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা আসার সম্ভাবনা রয়েছে। ৩-৪ দিন জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আরও পড়ুন: মাঘের শুরুতেই শৈত্যপ্রবাহ, শীতে কাঁপবে সারা দেশ
এদিকে, তীব্র শীতের কারণে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধরা হাসপাতালে ভিড় করছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে। শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগে হাসপাতালের আউটডোরে ২০০-৩০০ বয়োবৃদ্ধরা চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রকিব সাদী প্রতিদিন ৩০০-৪০০ শিশু রোগী আউটডোরে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন।
এসডি/