টেকনাফে মাদক, মানব পাচার ও অপহরণ রোধে গ্রাম পুলিশের শপথ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৫


টেকনাফে মাদক, মানব পাচার ও অপহরণ রোধে গ্রাম পুলিশের শপথ
ছবি: প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে মাদক, মানবপাচার ও অপহরণ রোধে উপজেলার ৩০ জন গ্রাম পুলিশদের শপথ বাক্য পাঠ করালেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।


আরও পড়ুন: টেকনাফে নাফ নদী সীমান্তে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার


বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে থানা সম্মেলন কক্ষে উপজলার বিভিন্ন এলাকায় কর্মরত ৩০ জন এই গ্রাম পুলিশকে শপথ বাক্য পাঠ করানো হয়।

 

পুলিশ জানিয়েছে, বিগত এক বছরের বেশি সময় ধরে টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় আড়াই শতাধিক স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গা নাগরিকদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের পাশাপাশি  মাদক পাচারও থেমে নেই সীমান্তের একাধিক পয়েন্ট দিয়ে এবং এর সঙ্গে যুক্ত হয়েছে রোহিঙ্গা আশ্রয়শিবির সংশ্লিষ্ট এলাকা থেকে লোকজনকে জড়ো করে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাঠানোর নামে বিভিন্ন ধরনের প্রলোভনে ফেলে মোটা অংকের টাকা পয়সা হাতিয়ে নেওয়া হচ্ছে। এরমধ্যে এসব ঘটনা বেড়ে যাওয়ায় থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার প্রতিটি গ্রামের দায়িত্বরত গ্রাম পুলিশের সদস্যদের এসব প্রতিরোধ দায়িত্বশীল হওয়ার পাশাপাশি শপথ বাক্য পাঠ করানো হয়েছে।


আরও পড়ুন: টেকনাফে ২ বাংলাদেশিসহ ১৯ রোহিঙ্গা উদ্ধার


টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, উপজেলার  সকল ইউনিয়নের গ্রাম পুলিশের সাথে অপহরণ, মানবপাচার, অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারের ওয়ারেন্ট তামিলের বিষয় মতবিনিময় সভা করা হয়েছে। সকল গ্রাম পুলিশ কথা দিয়েছেন অপরাধীদের আইনের আওতায় আনতে সহযোগিতা করবেন। এইজন্য তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়েছে।  


এসডি/