Logo

ইউনানী ও আয়র্বেদিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৫ এর খসড়া প্রস্তাবের উপর মতবিনিময়

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জানুয়ারী, ২০২৫, ০৬:০৬
24Shares
ইউনানী ও আয়র্বেদিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৫ এর খসড়া প্রস্তাবের উপর মতবিনিময়
ছবি: সংগৃহীত

শিক্ষা আইন-২০২৫ এর খসড়া প্রস্তাবের উপর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ইউনানী ও আয়র্বেদিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৫ এর খসড়া প্রস্তাবের উপর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বোর্ডের সদস্যসহ গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২১জানুয়ারী) সকালে রাজধানী ঢাকার বাংলামোটরস্থ হামদর্দের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের জেষ্ঠ্য সদস্য, বামা’র প্রেসিডেন্ট, হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বোর্ড সদস্য ডা. মো. মিজানুর রহমান, আ খ মাহবুবুর রহমান সাকী, সালেহ মো. আব্দুর রহমান, মোতালেব মতিন, হাকীম কামরুল ইসলাম নাবাতাতী, হাকীম মোকছেদুল আলম, ড. নুর মোহাম্মদ ইকবাল চৌধুরী, অধ্যাপক ড. আতাউর রহমান, হাকীম মো. কামরুজ্জামান, কবিরাজ শ্যামল প্রসাদ সেনগুপ্তসহ অন্যরা উপস্থিত ছিলেন ।

বিজ্ঞাপন

   

বিজ্ঞাপন

বোর্ডের সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক ডা. সরদার মো. রুহুল আমিন বোর্ডের সদস্যের বাইরে গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের পক্ষে  ডা. আমিনুল বারী কানন, ডা. তাওহিদ আলবেরুনী, ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. সোহরাব হোসেনসহ অন্যরা  উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সদস্যরা বোর্ডের বিদ্যমান অর্ডিন্যান্সটি যুগোপযোগী করে আইনে রূপান্তর করার ব্যাপারে ঐকমত্য পোষণ করেন।

এসডি/

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD