Logo

ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না: ডা. শফিকুর রহমান

profile picture
জনবাণী ডেস্ক
২৫ জানুয়ারী, ২০২৫, ০২:৪০
32Shares
ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না: ডা. শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান

বিজ্ঞাপন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে, সেই ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে আর হবে না বলে হুঁশিয়ারি করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।  

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথীর বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ বলেছিল কোনো দিন যদি তাদের ক্ষমতা থেকে বিদায় নিতে হয়, তাহলে তাদের ৫ লাখ নেতাকর্মীকে আমরা খুন করবো। তাদের নেতৃবৃন্দের দফায় দফায় মিথ্যাচার বাস্তবায়িত হয়নি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ৫ লাখ মানুষ কিন্তু মারা যায়নি। এ দেশের মানুষ দেশকে ভালোবেসে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। খুনিদের মুখে চুনকালি দিয়েছে। তারপর বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকজনকে উসকানি দিলেও তারা সে উসকানি ওদের মুখের ওপর ছুড়ে দিয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলের সংঘটিত সব হত্যার বিচার চাই। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই যুদ্ধ চলমান থাকবে।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বলেন, চাঁদাবাজি ও দখল বাণিজ্য বন্ধ করতে হবে। সেই সঙ্গে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যাতে আমাদের জাতীয় ঐক্যের বিনষ্ট হয়। মনে রাখবেন, জাতীয় ঐক্য বিনষ্ট হলেই ফ্যাসিস্টরা পুনরায় ফিরে আসার সুযোগ পাবে। তাই জাতীয় ঐক্য অটুট রেখে মানবিক একটি বাংলাদেশ গড়তে হবে।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান আরও বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত দীর্ঘ ৫৩ বছরের প্রত্যেকটি খুন, গুম ও অপকর্মের বিচার বাংলার মাটিতেই হবে।

বিজ্ঞাপন

জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে কর্মী সমাবেশে জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ব্যারিস্টার সালেহীন, অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জেলা নায়েবে আমির আজিজুর রহমান সরকার স্বপন, জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, শাহাজালাল সবুজ প্রমুখ বক্তব্য দেন।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD