Logo

ক্ষমতায় গেলে যুবক-কৃষক ও বস্তিবাসীর কল্যাণে কাজ করবে বিএনপি: তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ জানুয়ারি, ২০২৬, ২১:০১
ক্ষমতায় গেলে যুবক-কৃষক ও বস্তিবাসীর কল্যাণে কাজ করবে বিএনপি: তারেক রহমান
তারেক রহমান । ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, ক্ষমতায় এলে যুবকদের কর্মসংস্থান, কৃষি উন্নয়ন, বস্তিবাসীদের পুনর্বাসন এবং নারীর ক্ষমতায়নের জন্য বিএনপি কার্যকর পদক্ষেপ নেবে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ জানুয়ারি) ভাষানটেকে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব প্রতিশ্রুতি দেন। জনসভায় উপস্থিত মানুষদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি চাই আপনাদের মুখ থেকে সমস্যা জানতে। প্রত্যেক জনপ্রতিনিধি জনগণের কাছে গিয়ে সমস্যার সমাধান করবেন। আমাদের লক্ষ্য সারাদেশে জবাবদিহিতা নিশ্চিত করা।”

তারেক রহমানের বক্তব্যের মূল বিষয়গুলো ছিল—কৃষকদের জন্য বিশেষ কার্ড এবং সহজ ঋণের ব্যবস্থা করে কৃষি খাতের উন্নয়ন।

বিজ্ঞাপন

যুবকদের প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলা, যাতে তারা দেশ বা বিদেশে কর্মসংস্থান, ব্যবসা বা দক্ষ শ্রমিক হিসেবে কাজ করতে পারে।

নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, ফ্যামিলি কার্ডের ব্যবস্থা এবং ক্ষমতায়ন। বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে বিশেষ পদক্ষেপ।

তিনি আরও বলেন, “ধানের শীষকে যতবার ভোট দিয়েছেন, মানুষের কল্যাণ ততবার হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে সব জায়গায় আমাদের প্রতিনিধি নির্বাচিত হতে হবে।”

বিজ্ঞাপন

জনসভায় ভাষাণটেকের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তারেক রহমান। ভ্যানচালক, গৃহিণী, বস্তিবাসী ও ছাত্রদের সমস্যার কথা শুনে নির্বাচিত হলে তা সমাধানের আশ্বাস দেন তিনি।

তিনি দেশ গঠনের আহ্বান জানিয়ে বলেন, “আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে স্বৈরাচার পতিত হয়েছে। এখন দেশ পুনর্গঠন করতে হবে। এজন্য আমাদের ভোটের মাধ্যমে দায়িত্বশীল প্রতিনিধি নির্বাচিত করতে হবে।”

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD